আলোচনায় শুধুই মেসি

 

মাথাভাঙ্গা মনিটর: সব উৎকণ্ঠা ও আশঙ্কাকে তুড়ি দিয়ে উড়িয়ে দিয়েছেন লিওনেল মেসি। গতকাল অনুশীলনে নেমে জানিয়ে দেন, তিনি প্রস্তুত। ফ্রান্সের বিপক্ষে আজ ফাইনালে মাঠে নামছেন। আর্জেন্টিনাকে বিশ্বকাপ উপহার দিতে মাঠে নামছেন তিনি। ক্রোয়েশিয়ার বিপক্ষে সেমিফাইনালে ৩-০ গোলে জয়ী ম্যাচে গোল করেছেন একটি। কিন্তু মাঠ ছেড়েছিলেন একটু অস্বস্তি নিয়ে। যার ফলে দুদিন অনুশীলন করেননি। দুদিনের বিশ্রামের পর মেসি এখন পুরোপুরি প্রস্তুত। আজ ফাইনালে মাঠে নামলেই অনেকগুলো রেকর্ড গড়বেন সর্বকালের অন্যতম সেরা ফুটবলার। যদিও এর আগে তিনি ফাইনাল খেলেছেন। ২০১৪ সালে তিনি ব্রাজিল বিশ্বকাপে ফাইনাল খেলেছিলেন। কিন্তু জার্মানির কাছে হেরে রানার্সআপেই সন্তুষ্ট থাকতে হয়েছে তাকে। আজ দ্বিতীয়বার ফাইনাল খেলবেন। এটাই মেসির শেষ বিশ্বকাপ। খুব সম্ভবত শেষ আন্তর্জাতিক ফুটবল ম্যাচ। আজ মাঠে নামলে ৬টি নতুন রেকর্ড গড়বেন সাতবারের বিশ্বসেরা ফুটবলার মেসি। আর্জেন্টিনার হয়ে এখন পর্যন্ত ১৭১ ম্যাচে গোল করেছেন ৯৬টি।

প্রথমত: ২০০৬ সালের বিশ্বকাপে মেসির অভিষেক। টানা ৫ বিশ্বকাপ খেলেছেন। সেমিফাইনাল পর্যন্ত ২৫টি ম্যাচ খেলেছেন তিনি। আজ মাঠে নামলেই সর্বাধিক ২৬ ম্যাচ খেলার বিরল রেকর্ড গড়বেন। ২৫টি ম্যাচ খেলেছেন জার্মানির বিশ্বকাপ জয়ী সাবেক অধিনায়ক লোথার ম্যাথিউসের।

দ্বিতীয়ত: ২৫ ম্যাচ মিলিয়ে বিশ্বকাপে মেসি খেলেছেন ২১৯৪ মিনিট। সময়ের হিসেবে তার চেয়ে এগিয়ে শুধু ইতালির সাবেক ফুটবলার পাওলো মালদিনি। ইতালির সাবেক অধিনায়ক খেলেছেন ২২১৭ মিনিট। আজ ২৪ মিনিট পার করলেই মেসি উঠে আসবেন শীর্ষে।

তৃতীয়ত: ২৫ ম্যাচ খেলে বিশ্বকাপে মেসি জয় পেয়েছেন ১৬টিতে। আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হলেই জার্মানির সাবেক ফুটবলার মিরোসøাভ ক্লোসারের সর্বোচ্চ ম্যাচ জয়ের রেকর্ড স্পর্শ করবেন। ক্লোসা ২৪ ম্যাচে জিতেছেন ১৭টি।

চতুর্থত: বিশ্বকাপে মেসি এখন পর্যন্ত ৯টি গোল করিয়েছেন সতীর্থদের দিয়ে। ফাইনালে আর দুটি গোল করাতে পারলেই ভেঙে দেবেন ব্রাজিলের পেলের রেকর্ড। সতীর্থদের দিয়ে পেলে ১০ গোল করিয়েছেন। পেলের গোল ১২টি। মেসির গোল ১১টি।

পঞ্চমত: ২০১৪ সালের ব্রাজিল বিশ্বকাপে সেরা ফুটবলারের পুরস্কার ‘গোল্ডেন বল’ জিতেছেন মেসি। আজ সেরা হলে বিশ্বকাপ ইতিহাসে মেসিই প্রথম ফুটবলার হিসেবে দুবার গোল্ডেন বল জিতবেন।

ষষ্ঠত: কাতার বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতার পুরস্কার ‘গোল্ডেন বুট’ জেতার সম্ভাবনাও রয়েছে মেসির। গোল্ডেন বুট ও একই সঙ্গে গোল্ডেন বল জিতলে তিনি সাত ফুটবলারের পাশে নাম লেখাবেন।

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More