স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় পুলিশি বেষ্টনীর মধ্যে গণমিছিল ও বিক্ষোভ কর্মসূচির অংশ হিসেবে বিএনপি শহরের সাহিত্য পরিষদ চত্বরে আলোচনাসভা করে। গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ৩টায় গ্রেফতারকৃত বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসসহ সকল নেতাকর্মীর মুক্তি দাবি ও পুলিশের গুলিতে নিহত স্বেচ্ছাসেবক দলের নেতা আলমগীর হোসেনের হত্যার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদ প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিল বের করার চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। পরে নেতাকর্মীরা সংক্ষিপ্ত সমাবেশ করেন। সমাবেশে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য খন্দকার আব্দুল জব্বার সোনার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব শরীফুজ্জামান শরীফ। প্রধান অতিথি তার বক্তবে বলেন আজ সারা বাংলাদেশে গনতন্ত্র অবোরুদ্ব, মানুষের সম্পূর্ণ ভাবে পরাধিন, গোটা রাষ্ট্র পুলিশি রাষ্ট্র পরিনিত হতে চলছে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্বাত্থী কমিটির সদস্য মির্জা আব্বাসসহ বিএনপির সকল নেতাকর্মী অতি সত্তর মুক্তি চাই। এখনই সময় সকল দেশ প্রেমিক জনগনকে রাজপথে নেমে এসে এ-ই জালেম জুলুমবাজ সরকারের পতন ঘটানার আন্দোলনে শরীক হওয়ার আহ্বান জানান। বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও আলমডাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি আব্দুল জব্বার বাবলু, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও চুয়াডাঙ্গা পৌর বিএনপির সভাপতি মো. সিরাজুল ইসলাম মনি, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আবু বক্কর সিদ্দিক আবু, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও আলমডাঙ্গা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আমিনুল হক রোকন, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও চুয়াডাঙ্গা সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান লিপটন, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও আলমডাঙ্গা পৌর বিএনপির সাধারণ সম্পাদক জিল্লুর রহমান ওল্টু, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য নুর নবী সামদানি, জেলা জাসাস এর সাধারণ সম্পাদক মো. সেলিমুল হাবিব সেলিম এর সঞ্চালনে আরো উপস্থিত ছিলেন জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক জাহানারা পারভিন, চুয়াডাঙ্গা সদর উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আবুল কালাম আজাদ, চুয়াডাঙ্গা পৌর বিএনপির যুগ্ম সম্পাদক হাফিজুর রহমান মুক্ত, সাংগাঠনিক মহাবুল হক মাহাবুব, আলমডাঙ্গা উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আখতারুজ্জামান জোয়ার্দার প্রমুখ।