স্টাফ রিপোর্টার: বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি বলেছেন, হুমকি দিয়ে সরকার পতন করা যাবে না। আগামী নির্বাচনে খেলা হবে হাওয়া ভবনের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে, খেলা হবে লুটপাটের বিরুদ্ধে। ওবায়দুল কাদের বলেন, খেলা হবে এই ডিসেম্বর বিজয়ের মাসে। আন্দোলন হলে রাজপথ, জনপথ, শহর, পাড়া-মহল্লা, ইউনিয়ন ও জেলা পর্যায়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা অবস্থান নেবে। তিনি বলেন, রাজশাহীতে বিএনপির বিভাগীয় সমাবেশ হচ্ছে, জনসমাগম নেই। মাঠ ফাঁকা। আর ময়মনসিংহে একটি মাত্র জেলা ও মহানগর আওয়ামী লীগের সম্মেলন। সেখানে জনতার ঢল। তিল ধারণের ঠাঁই নেই। লাখো মানুষের ঢল নেমেছে ময়মনসিংহ জেলা ও মহানগরের সম্মেলনে। ওবায়দুল কাদের এমপি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ফখরুল সাহেব, খেলা হবে। দেখা যাবে ‘কত ধানে কত চাল।’ অপেক্ষা করুন, ডিসেম্বর মাস বিজয়ের মাস, স্বাধীনতার মাস, মুক্তিযুদ্ধের মাস। ডিসেম্বর মাস বঙ্গবন্ধুর মাস, শেখ হাসিনার মাস, মুক্তিযোদ্ধাদের মাস, মুক্তিযুদ্ধের চেতনার মাস, মুক্তিযুদ্ধের বিজয়ের মাস। গতকাল শনিবার বেলা সাড়ে ১১টায় ঐতিহাসিক সার্কিট হাউজ মাঠে জাতীয় সংগীতের মাধ্যমে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে বাংলাদেশ আওয়ামী লীগ ময়মনসিংহ জেলা ও মহানগর শাখার ত্রি বার্ষিক সম্মেলন শুরু হয়। উদ্বোধন শেষে সম্মেলনের শুরুতেই প্রধান অতিথির বক্তব্যে ওবায়দুল কাদের এমপি এসব কথা বলেন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি বলেছেন, বাংলার ইতিহাস বিশ্বাসঘাতকতার ইতিহাস, সংগ্রামের পাশাপাশি, এই বাংলার ইতিহাস, ষড়যন্ত্রের ইতিহাস। সংগ্রাম, ষড়যন্ত্র, বীরত্ব, বিশ্বাসঘাতকতা এই দুই মিলে বাংলাদেশ-বাঙালির ইতিহাস। তিনি বলেন, বঙ্গবন্ধুর হত্যাকারী পলাশীর মীরজাফরের জায়গায় খন্দকার মোশতাক, খুনি মোশতাক। পলাশীর সেনাপতি এআর লতিফের জায়গায় সেনাপতি জিয়াউর রহমান। জিয়াউর রহমান ১৫ আগস্টের মাস্টারমাইন্ড আর তার পুত্র হাওয়া ভবনের যুবরাজ তারেক রহমান। তিনি বলেন, ২১ আগস্ট শেখ হাসিনাকে হত্যাচেষ্টা এবং আইভি রহমানসহ ২৩ জনের প্রাণহানির প্রধান নায়ক তারেক রহমান। তার নির্দেশে হরকাতুল জিহাদ নেতা মুফতি হান্নান গ্রেনেড হামলা চালিয়েছিল। সেই যুবরাজ ২০০৮ সালে আর রাজনীতি করবে না বলে মুচলেকা দিয়েছে। তিনি বলেন, ফখরুলের বর্তমান নেতা পাড়ি জমিয়েছে টেমস নদীর পারে লন্ডনে, সেই থেকে পলাতক। আর ওখানে বসে বসে হুঙ্কার ছুড়ে সরকার পতনের। তিনি বলেন, ফখরুল সাহেব, এই তারেক রহমান গতকালও ঢাকায় একজন ক্যাডারের সঙ্গে কনভারসেশন করেছে। কনভারসেশনে তারেক বলেছে, হাসিনা পালানোর পথ খুঁজছে, হাসিনার মন্ত্রীরা পালানোর পথ খুঁজছে। তোমরা রাস্তা ছাড়বে না। সেখান থেকে বলছে, ঢাকা সিটি রাস্তা আমাদের দখলে থাকবে।’ ওবায়দুল কাদের বিএনপির সমালোচনা করে বলেন, ফখরুল সাহেব, রাস্তা বন্ধ করবেন? রাজশাহীতে দেখলাম, এখন আবার ঢাকায়। কবে দশ তারিখ, তার আগেই নয়াপল্টন এলাকায় তাবু বানিয়েছে। শুধু তাবু গাড়েনি, হান্ডিপাতিল, বিছানা-বালিশ, কম্বল সঙ্গে মশার কয়েল সব নিয়ে আসছে। সাত দিন আগে থেকে এসেছে ঢাকায়, কোথা থেকে পেলেন এই টাকা? সেতুমন্ত্রী বলেন, বাংলাদেশের রাজনীতির রহস্য পুরুষ কামাল হোসেন। তারেক রহমানের পাচার সুইজ ব্যাংকের টাকা কারা রেখেছে, অর্থ পাচার কারা করেছেন, তারা যে দলেরই হোক, সবার অর্থের উৎস খোঁজা হচ্ছে এবং এদের শাস্তি পেতে হবে। এটা শেখ হাসিনার পক্ষ থেকে এই বার্তা দিয়ে গেলাম। তিনি বলেন, কুমিল্লার বিএনপির সমাবেশ থেকে ৭১টি মোবাইল চুরি গেছে। এজন্য ৭টি মামলা করেছে বিএনপির বিরুদ্ধে বিএনপি। জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট জহিরুল হক খোকার সভাপতিত্বে এবং জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহিত উর রহমান শান্তর সঞ্চালনায় বক্তব্য রাখেন দলের সভাপতিম-লীর সদস্য কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক এমপি, দলের যুগ্ম সম্পাদক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি, দলের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, মির্জা আজম এমপি ও শফিউল আলম চৌধুরী নাদেল, সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল এমপি, সদস্য মারুফা আক্তার পপি ও রেমন্ড আরেং, গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এমপি, সংস্কৃতি প্রতিমন্ত্রী কেএম খালিদ, অ্যাডভোকেট মোসলেম উদ্দিন এমপি, বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ এমপি, ফাহমি গোলন্দাজ বাবেল এমপি, জুয়েল আরেং এমপি, কাজিম উদ্দিন আহমেদ ধনু এমপি, মনিরা সুলতানা মনি এমপি, সিটি মেয়র ইকরামুল হক টিটু প্রমুখ নেতা। এদিকে সম্মেলনকে সফল করতে সকাল থেকেই নেতাকর্মীরা ব্যানার, ফেস্টুন ও মিছিল নিয়ে দলে দলে সভাস্থলে যোগদেন। দুপুর ১২টায় সম্মেলনস্থল খ- খ- মিছিলে জনসমুদ্রে পরিণত হয়।
পূর্ববর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ