স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা পৌর এলাকার হাটকালুগঞ্জে মেসার্স সুজন ট্রেডার্সের তুলা তৈরি কারখানায় ভয়াবহ অগ্নিকা-ের ঘটনা ঘটেছে। গতকাল বুধবার দুপুর সোয়া ১২টার দিকে এ অগ্নিকা-ের ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় চুয়াডাঙ্গা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের চারটি ইউনিট। প্রায় দেড় ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে নেয় তারা। এতে প্রায় ৬০-৭০ লাখ টাকার কাঁচামালসহ তুলা পুড়ে যায়। এছাড়াও প্রায় ৩০ লাখ টাকার একটি তুলা তৈরির মেশিন পুড়ে অকেজো হয়ে যায়। মেসার্স সুজন ট্রেডার্সের সত্বাধিকারী আরিফুর রহমান সুজন দৈনিক মাথাভাঙ্গাকে জানান, প্রতিদিনের মতো গতকাল সকাল থেকে কারখানায় কাজ করছিলেন শ্রমিকরা। বেলা সোয়া ১২টার দিকে তুলার মেশিনে ঝুট দিলে লোহার সাথে ঘর্ষণের ফলে আগুনের ইস্ফুলিঙ্গ তৈরী হয়। সেই আগুন থেকে পাশে থাকা তুলাতে আগুন লাগে। মুহূর্তেই আগুন ছড়িয়ে যায় পাশের দুটি গোডাউনে। কাপড়ের ঝুট ও একটি মেশিন পুড়ে গেছে। এতে প্রায় এক কোটি টাকার ক্ষতি হয়েছে।
চুয়াডাঙ্গা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক রফিকুজ্জামান বলেন, বেলা সাড়ে ১২টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে ৪টি ইউনিট কাজ শুরু করি। প্রায় দেড় ঘণ্টার প্রচেষ্ঠায় আগুন নিয়ন্ত্রণে নিতে সক্ষম হয়। কিভাবে আগুনের সূত্রপাত এবং ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের পর বলা যাবে।