স্বামী-স্ত্রী

টিপ্পনী

টিপ্পনী

স্বামী-স্ত্রী

ঘরের ভেতর পরের বাসা
হচ্ছে জিনিস চুরি
কী পাগলামি থাকতে স্বামী
বউয়ের কী কুরকুরি।

পরকীয়ার জেরে;
কাহিল কাহিল স্বামী নাকি
উঠলো না আর পেরে!

তাই দিয়েছে গলায় দড়ি স্বামী;
এই ঘটনা শুনে হঠাৎ
বেজায় ঘামা ঘামি।

বাইরে পানে খুব কেন ছাই
ঘরের বিবির টান
এই কারণেই স্বামীদের আজ
বুক ভেঙে খান খান।

সূত্র:(গাংনীতে স্ত্রীর পরকীয়ার জেরে স্বামীর আত্মহত্যা)

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More