টিপ্পনী
স্বামী-স্ত্রী
ঘরের ভেতর পরের বাসা
হচ্ছে জিনিস চুরি
কী পাগলামি থাকতে স্বামী
বউয়ের কী কুরকুরি।
পরকীয়ার জেরে;
কাহিল কাহিল স্বামী নাকি
উঠলো না আর পেরে!
তাই দিয়েছে গলায় দড়ি স্বামী;
এই ঘটনা শুনে হঠাৎ
বেজায় ঘামা ঘামি।
বাইরে পানে খুব কেন ছাই
ঘরের বিবির টান
এই কারণেই স্বামীদের আজ
বুক ভেঙে খান খান।
সূত্র:(গাংনীতে স্ত্রীর পরকীয়ার জেরে স্বামীর আত্মহত্যা)