স্টাফ রিপোর্টার: দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় কারো মৃত্যু হয়নি। ফলে মৃত্যুর সংখ্যা আগের মতোই ২৯ হাজার ৪৩১ জন রয়েছে। এ সময়ে আরও ১৯ জনের শরীরে করোনা ধরা পড়েছে। তাদের নিয়ে এখন পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৩৬ হাজার ৪৮৮ জনে। গতকাল শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় ৩ হাজার ২৪৮টি নমুনা পরীক্ষা করে ১৯ জন নতুন রোগী শনাক্ত হয়। শনাক্তের হার দশমিক ৫৮ শতাংশ। শনাক্ত রোগীদের মধ্যে ১০ জনই সিলেট জেলার বাসিন্দা। এছাড়া ব্রাহ্মণবাড়িয়া ও জয়পুরহাটে দুজন করে এবং ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, নওগাঁ ও সিরাজগঞ্জ জেলায় একজন করে নতুন রোগী শনাক্ত হয়েছে। এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৮৭ জন। তাদের নিয়ে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ৮৫ হাজার ৪১৭ জন।