টিপ্পনী
কোথায় এখন যাই
মাথায় আমার হাত;
দাম বেড়েছে চালের দ্বিগুন
কোথায় পাবো ভাত
খিদের জ্বালায় মারা যাবো
হয়তো বা নির্ঘাত!
বাড়িতে নেই তেল;
ভাজা পোড়া করতে গিয়ে
গিন্নি আমার ফেল
ধার বাকি কেউ দিচ্ছে না তাই
হয়েছে আক্কেল!
হচ্ছি মরে শেষ;
দামের বিগাড় মাথায় নিয়ে
ঘুরছে এখন দেশ
আটা চিনি সয়াবিনের
দাম বাড়ে জম্বেশ।
হায়; কোথায় এখন যাই?
সূত্র:(ফের সয়াবিন আটা চিনির দাম বাড়ালো সরকার)