হাটবোয়ালিয়া প্রতিনিধি: আলমডাঙ্গার হাটবোয়ায়িলা বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর অভিযান চালিয়ে ৪ ব্যবসা প্রতিষ্ঠানে ২০ হাজার টাকা জরিমানা করেছে। গতকাল সোমবার দুপুর ১২টার দিকে চুয়াডাঙ্গা জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক সজল আহমেদ এ অভিযান পরিচালনা করেন।
জানা গেছে, উপজেলার হাটবোয়ালিয়া বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান পরিচালনা করেন। অভিযানে মেয়াদ উত্তীর্ণ ও মূল্য তালিকা না থাকায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে এ জরিমানা করা হয়। অভিযানে অপর্ণা খাদ্য ভান্ডারের শ্রীদাম পালকে ২ হাজার টাকা, তমা ট্রেডার্সের আবু তালেবকে ৮ হাজার টাকা, পান্না ট্রেডার্সকে ২ হাজার টাকা ও সেবা ফার্মেসির আলফাজকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় সবাইকে সতর্ক করে দেন ভবিষ্যতে কেউ যেনো মালামাল মূল্যবিহীন কোনো জিনিস বিক্রি না করে। অভিযানে উপস্থিত থেকে সহযোগিতা করেন উপজেলা স্যানেটারি ইন্সপেক্টর নিজাম উদ্দিনসহ চুয়াডাঙ্গা জেলা পুলিশের একটি টিম।