নাইকো দুর্নীতি মামলায় খালেদা জিয়ার পক্ষে চার্জ শুনানি অব্যাহত

 

স্টাফ রিপোর্টার: নাইকো দুর্নীতি মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার পক্ষে অভিযোগ গঠনের ওপর (চার্জ) শুনানি করেছেন আইনজীবী। গতকাল মঙ্গলবার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের ২নম্বর ভবনে স্থাপিত ঢাকার ৯ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক শেখ হাফিজুর রহমানের আদালতে খালেদা জিয়ার পক্ষে আংশিক শুনানি করেন তার আইনজীবী এ জে মোহাম্মদ আলী।

তবে এদিন শেষ না হওয়ায় অবশিষ্ট শুনানির জন্য আগামী ১৩ ডিসেম্বর ধার্য করেন আদালত। এদিন অসুস্থ খালেদা জিয়ার পক্ষে হাজিরা দেন আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ। এ সময় দুদকের পক্ষে ছিলেন বিশেষ পিপি মোশাররফ হোসেন কাজল।

কানাডার কোম্পানি নাইকোর সঙ্গে অস্বচ্ছ চুক্তির মাধ্যমে রাষ্ট্রের প্রায় ১৩ হাজার ৭৭৭ কোটি টাকার আর্থিক ক্ষতিসাধন ও দুর্নীতির অভিযোগ এনে খালেদা জিয়াসহ অন্যান্যদের বিরুদ্ধে ২০০৭ সালের ৯ ডিসেম্বর তেজগাঁও থানায় মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মামলা তদন্তের পর ২০০৮ সালের ৫ মে খালেদা জিয়াসহ ১১ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করা হয়। এ মামলার অপর আসামিদের মধ্যে ব্যারিস্টার মওদুদ আহমদ ও সাবেক জ্বালানী প্রতিমন্ত্রী একেএম মোশাররফ হোসেন মারা গেছেন। আর তিন আসামি পলাতক।

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More