ঝিনাইদহে ছাত্রলীগ-যুবলীগের সঙ্গে বিএনপির সংঘর্ষে আহত ১০
চুয়াডাঙ্গা-মেহেরপুরে শান্তিপূর্ণভাবে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা-মেহেরপুরে শান্তিপূর্ণভাবে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হলেও ঝিনাইদহে ছাত্রলীগ-যুবলীগের সঙ্গে বিএনপির সংঘর্ষে ১০ জন আহত হয়েছেন। এ সময় দুটি দোকান ভাঙচুর করা হয়েছে। সংঘর্ষের সময় পুলিশ কয়েক দফা লাঠিপেটা করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। চুয়াডাঙ্গায় ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। চুয়াডাঙ্গা জেলা বিএনপির আয়োজনে গতকাল সোমবার বেলা তিনটায় জেলা বিএনপির দলীয় কার্যালয়ে এ আলোচনাসভা অনুষ্ঠিত হয়। চুয়াডাঙ্গা জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য খন্দকার আব্দুল জব্বার সোনার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সদস্য সচিব মো. শরীফুজ্জামান শরীফ। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য বীর মুক্তিযোদ্ধা খাজা আবুল হাসনাত, আলমডাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি আব্দুল জব্বার বাবলু, জেলা মহিলা দলের সভাপতি রউফুন নাহার রীনা, সদর পৌর বিএনপির সভাপতি মো. সিরাজুল ইসলাম মনি ও জেলা বিএনপির সদস্য মো. শাহাজাহান কবীর। আবু বক্কর সিদ্দিক আবুর উপস্থাপনায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য মনিরুজ্জামান মনির, মাহাতাব উদ্দিন চুন্নু, আলমডাঙ্গা পৌর বিএনপির সভাপতি মো. আজিজুর রহমান পিণ্টু, জেলা বিএনপির সদস্য হাবিবুর রহমান বুলেট, মির্জা ফরিদুল ইসলাম শিপলু, সদর উপজেলা বিএনপির সভাপতি মো. নজরুল ইসলাম নজু, জেলা বিএনপির সদস্য উথলী ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান লিপ্টন, আলমডাঙ্গা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আমিনুল হক রোকন, জেলা বিএনপির সদস্য সালমা জাহান পারুল, আলমডাঙ্গা পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. জিল্লুর রহমান ওল্টু, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আবুল হোসেন তোহা, নুর নবী সামদানী, চুয়াডাঙ্গা পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহামুদ হাসান পল্টু, জীবনগর উগজেলা বিএনপি নেতা তাজুল ইসলাম তাজু, আলমডাঙ্গা পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি মাগরিবুর রহমান মাগরিব, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. শফিকুল ইসলাম পিটু, জেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক আবুবক্কর সিদ্দিক বকুল, যুগ্মআহ্বায়ক কামরুজ্জামান বাবলু, জেলা যুবদলের সাধারণ সম্পাদক সাইফুর রশীদ ঝন্টু, জেলা জাসাসের সাধারণ সম্পাদক মো. সেলিমুল হাবিব সেলিম, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোমিনুর রহমান মোমিন, কুতুবপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন মাস্টার ও কালিদাসপুর ইউনিয়ন বিএনপি নেতা মিজান আলী। এরআগে অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলওয়াত করেন জেলা ওলামা দলের সদস্য সচিব মো. আনোয়ার হোসেন।
ভালাইপুর প্রতিনিধি জানিয়েছেন, চুয়াডাঙ্গার ভালাইপুর মোড়ে বিএনপি ও যুবদলের উদ্যোগে বিপ্ল¬ব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রাত সাড়ে ৮টার দিকে ভালাইপুর মোড়ে চুয়াডাঙ্গা সদরের আলুকদিয়া ইউনিয়ন, আলমডাঙ্গার চিৎলা ও খাদিমপুর ইউনিয়ন বিএনপি ও যুবদলের উদ্যোগে বিপ্ল¬ব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। জেলা যুবদলের যুগ্মসাধারণ সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম বিপ্ল¬বের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব শরীফুজ্জামান শরিফ। বিশেষ অতিথি ছিলেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক সাইফুর রশীদ ঝন্টু, সাংগঠনিক সম্পাদক জাহেদ মোহাম্মদ রাজীব খাঁন, যুবদলের সহ-সভাপতি হিরণ বিশ্বাস, জীবননগর উপজেলা যুবদলের আহবায়ক মঈন মিয়া, যুগ্মসাধারণ সম্পদ সাইফুল ইসলাম, চুয়াডাঙ্গা পৌর যুবদলের আহবায়ক বিপুল হাসান হ্যাজি, সদস্য সচিব আজিজুল হক, দর্শনা থানা যুবদলের সদস্য সচিব সাজেদুল রহমান মিলন পিটু, যুগ্মআহবায়ক আব্দুল্ল¬াহ আল মাহবুব, লালন সর্দ্দার, জেলা স্বেচ্ছাসেবক দলে আহবায়ক ও জাসাসে সাধারণ সম্পাদক সেলিমুল হাবীব, সদর উপজেলা বিএনপির সহ-সভাপতি জাহিদ মোহাম্মদ টিপু, সহসাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মিলন, খাদিমপুর ইউনিয়ন বিএনপির সভাপতি শেরেগুল ইসলাম, যুগ্মসাধারণ সম্পাদক মশিউর রহমান মোল্ল¬া, চিৎলা ইউনিয়ন বিএনপির সভাপতি রাজীব ফেরদৌস পাপেন, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নান, হাফিজুর রহমান, আলমডাঙ্গা উপজেলার যুবদল নেতা রাশেদুল ইসলাম, চিৎলা ইউনিয়ন যুবদলের সভাপতি আক্কাস আলী, ডালিম হোসেন, মিল্টন হোসেন, সাইদুর রহমান, খাদিমপুর ইউনিয়ন যুবদল নেতা কলম বিশ্বাস, সাইফুল ইসলাম স্বপন, শিবলু বিশ্বাস, খাইরুল ইসলাম, আলুকদিয়া ইউনিয়ন যুবদল নেতা এস কে ইজাজুল, সুজন রহমান, মিজানুর রহমান, মুরসালিন প্রমুখ। আলোচনা শেষে প্রীতিভোজ অনুষ্ঠিত হয়। সার্বিক অনুষ্ঠানটি পরিচালনা করেন আলুকদিয়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক জহুরুল ইসলাম জীবন।
দর্শনা অফিস জানিয়েছে, দর্শনায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করেছে বিএনপি ও তার অঙ্গ সংগঠন। গতকাল সোমবার সন্ধ্যায় পুরাতন বাজার পৌর বিএনপির কার্যালয় আলোচনাসভার সভাপতিত্ব করেন বিএনপি নেতা আব্দুর রাজ্জাক। প্রধান অতিথি ছিলেন দর্শনা পৌর যুবদলের সাবেক সভাপতি এনামুল হক শাহ মুকুল। বিশেষ অতিথি, ছিলেন বিএনপি নেতা ইকবাল জোয়ার্দ্দার, সহিদুল ইসলাম, মালেক ম-ল, বদরুল আলম চৌধুরী, নজির আমিন, ছাত্রদলের সিনিয়র যুগ্মআহ্বায়ক রিয়েল। এছাড়া উপস্থিত ছিলেন, বিএনপি নেতা তুফান, রবি, জসিম, সাহার, নাসির, আজগর, আজাদ, সাইফুল, শাহিন, ফরমান, আজিজুল, সাহাবুল, মজিবর, ছাত্তার, রবিল, খাইরুল, আলাল, বাবু, কাদের, আলম, সোনা, কুটি, মাসুম, যুবদল নেতা অপু সুলতান, টুটুল শাহ সরোয়ার হোসেন, নাসির উদ্দিন হাসু রুহিন, মিতুল, শাহাবুদ্দিন, ছাত্রদল নেতা আল মামুন, রানা, অন্তর, সুমন, ইকবাল, তুষার, ইয়াছিন প্রমুখ।
ঝিনাইদহ প্রতিনিধি জানিয়েছেন, ঝিনাইদহ শহরে ছাত্রলীগ-যুবলীগের সঙ্গে বিএনপির নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষ ও পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন। গতকাল সোমবার বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় দুটি দোকান ভাঙচুর করা হয়েছে। পরে পুলিশ এসে ছত্রভঙ্গ করে দিলে পরিস্থিতি শান্ত হয়। দলীয় ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল সোমবার ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির কর্মসূচি ঘিরে বেলা সাড়ে ১১টার দিকে খ- খ- মিছিল নিয়ে দলটির নেতা-কর্মীরা ঝিনাইদহের প্রেসক্লাবের সামনে জড়ো হতে থাকেন। অপর দিকে শহরের পায়রা চত্বর থেকে মুক্তিযোদ্ধা হত্যা দিবস উপলক্ষে একটি মিছিল বের করে ছাত্রলীগ। ছাত্রলীগের মিছিলটি শহরের পুরাতন ডিসি কোর্টের সামনে পৌঁছুলে অপর দিক থেকে আসা বিএনপির মিছিলের নেতা-কর্মীদের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। এক পর্যায়ে উভয়পক্ষের মধ্যে শুরু হয় ইটপাটকেল নিক্ষেপ ও সংঘর্ষ। বিএনপি নেতা-কর্মীদের ধাওয়ায় ছাত্রলীগের নেতা-কর্মীরা পিছু হটে এবং পোস্ট অফিস মোড়ে তারা অবস্থান নেয়। বিএনপি নেতা-কর্মীরা যুবলীগ নেতা আশফাক মাহমুদ জনের মালিকাধীন ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর করে। এতে উভয়পক্ষের অন্তত ১০ নেতা-কর্মী আহত হয়েছেন। সংঘর্ষের সময় পুলিশ কয়েক দফা লাঠিপেটা করে তাদের ছত্র ভঙ্গ করে দেয়। আহত ব্যক্তিদের স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে। তবে হাসপাতালে কাউকে ভর্তি করা হয়নি। জেলা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার বলেন, পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে কোনো আহতের ঘটনা ঘটেনি। এ ব্যাপারে কেউ অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। জেলা বিএনপির সভাপতি এমএ মজিদ বলেন, ছাত্রলীগের নেতা-কর্মীরা অতর্কিত তাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলা করেন। পরে বিএনপি নেতা-কর্মীরা তা প্রতিহত করেছেন। এতে তাদের কয়েকজন আহত হয়েছেন। এ বিষয়ে জেলা যুবলীগের আহ্বায়ক আশফাক মাহমুদ বলেন, বিএনপি নেতা-কর্মীরা তাদের ওপর হামলা করেছেন। এতে তাদের বেশ কয়েকজন নেতা-কর্মী আহত হয়েছেন।
কালীগঞ্জ প্রতিনিধি জানিয়েছেন, ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি’র উদ্যোগে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে সোমবার বিকেলে শহরের থানা রোডস্থ দলীয় কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন কালীগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক মাহাবুবার রহমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ডা. নুরুল ইসলাম, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক নজরুল ইসলাম তোতা, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম সাইদুল, সাবেক ইউপি চেয়ারম্যান ইলিয়াস রহমান মিঠু, পৌর বিএনপির যুগ্মআহবায়ক আনোয়ার হোসেন, জাবেদ আলী, মোহাম্মদ আলী জিন্নাহ প্রমুখ। আলোচনা সভায় কালীগঞ্জ উপজেলা, পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। সভায় বক্তারা ঐতিহাসিক ৭ নভেম্বরের চেতনা এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে উজ্জীবিত হয়ে ভবিষ্যৎ আন্দোলন-সংগ্রামে সম্পৃক্ত হওয়ার আশাবাদ ব্যক্ত করেন।
মেহেরপুর অফিস জানিয়েছে, ৭ নভেম্বর মহান বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে গতকাল সোমবার মেহেরপুর জেলা বিএনপির এক আলোচনাসভা জেলা বিএনপি’র কার্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন মেহেরপুর জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য মাসুদ অরুন। অনুষ্ঠান পরিচালনা করেন মেহেরপুর পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস। বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জাভেদ মাসুদ মিল্টন, সহ-সভাপতি আব্দুর রহমান ও ইলিয়াস হোসেন, যুগ্মসম্পাদক আরজুল্লা বাবলু মাস্টার, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সাহাবুদ্দিন মোল্লা, মুজিবনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বদরুদ্দীন বিশ্বাস, মেহেরপুর জেলা যুবদলের সভাপতি মো.জাহিদুল হক জাহিদ, জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক আহমেদ রাজীব খান প্রমুখ। আলোচনা সভায় জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অপরদিকে, মেহেরপুর জেলা বিএনপির ব্যানারে গতকাল সোমবার বিকেলে শহরের বড় বাজার এলাকায় জেলা বিএনপি’র কার্যালয়ে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। মেহেরপুর জেলা বিএনপির সহসভাপতি ওমর ফারুক লিটনের সভাপতিত্বে আলোচনাসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি আলমগীর খান ছাতু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা বিএনপির যুগ্মসম্পাদক অধ্যাপক ফয়েজ মোহাম্মদ, জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক কাজী মিজান মেনন। আলোচনাসভায় আরও উপস্থিত ছিলেন, যুবদলের সহসাংগঠনিক সম্পাদক শেখ হুজাইফা ডিক্লেয়ার, জিয়া মঞ্চ মেহেরপুর জেলা শাখার আহ্বায়ক অ্যাড. নজরুল ইসলাম, যুবদল নেতা ইসমাইল হোসেন, যুবদল নেতা ও জিয়ামঞ্চ মেহেরপুর জেলা শাখার সিনিয়র যুগ্মআহ্বায়ক মনিরুল ইসলাম মনি, জেলা ছাত্রদলের সহসভাপতি নাহিদ মাহবুব সানি, ছাত্রদলের সহসাংগঠনিক সম্পাদক লিটন উদ্দিন, পৌর ছাত্রদল নেতা ফুর্তি হাসান, মুজিবনগর উপজেলা বিএনপির নেতা সিরাজুল ইসলাম প্রমুখ। এছাড়াও জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আলোচনার আগে জেলা ছাত্রদলের সহ-সভাপতি নাহিদ মাহবুব সানির নেতৃত্বে একটি মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সভা স্থানে শেষ হয়।
গাংনী প্রতিনিধি জানিয়েছেন, মেহেরপুরের গাংনীতে পালন করা হয়েছে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস। গতকাল সোমবার সকালে গাংনী উপজেলা বিএনপির উদ্যোগে দলীয় বিএনপির কার্যালয়ে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা বিএনপি’র সভাপতি রেজাউল হকের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবলুর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জাভেদ মাসুদ মিল্টন। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জুলফিকার আলী ভুট্টো, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও বামুন্দী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল আওয়াল। এ সময় গাংনী পৌর বিএনপির সাধারণ সম্পাদক মকবুল হোসেন মেঘলা, গাংনী উপজেলা যুবদলের আহবায়ক চপল বিশ্বাসসহ উপজেলা বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।