স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় নেশাজাতীয় ইনজেকশনসহ এক নারী মাদক কারবারিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় শহরতলীর দৌলাতদিয়াড় চুনুরীপাড়ার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। এ সময় তার বসতঘর তল্লাশি করে উদ্ধার করা হয় ৭৮২ অ্যাম্পুল বুপ্রেনরফাইন ইনজেকশন। গতকাল রাতেই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলাসহ তাকে চুয়াডাঙ্গা সদর থানায় সোপর্দ করা হয়। আটককৃত নারী মাদক কারবারি পারুলা খাতুন (৫০) চুয়াডাঙ্গার শহরতলীর দৌলাতদিয়াড় চুনুরীপাড়ার মৃত হাফিজুর রহমান গামার স্ত্রী। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর জানতে পারে শহরতলীর দৌলাতদিয়াড় চুনুরীপাড়ায় মাদক কেনাবেচা হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সহকারী পরিচালক শরীয়ত উল্লাহর নেতৃত্বে পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন, উপ-পরিদর্শক সাহারা ইয়াসমিন সঙ্গীয় ফোর্সসহ দৌলাতদিয়াড় চুনুরীপাড়ায় অভিযান চালান। এ সময় একই এলাকার পারুলা খাতুনকে নিজ বাড়ি থেকে আটক করা হয়। তার বসতঘর তল্লাশি করে উদ্ধার করা হয় ৭৮২ অ্যাম্পুল বুপ্রেনরফাইন ইনজেকশন। গতকাল রাতেই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলাসহ তাকে সদর থানায় সোপর্দ করা হয়। একই মামলায় পলাতক আসামি করা হয় দৌলাতদিয়াড় চুনুরীপাড়ার মৃত রমজান আলীর ছেলে চিহ্নিত মাদক কারবারি আসাদুল হক মিন্টুকে।