শিক্ষার্থীদের বিদ্যালয়মুখি করতে চুয়াডাঙ্গা ভিক্টোরিয়া জুবলি সরকারি উচ্চ বিদ্যালয়ের বিশেষ উদ্যোগ

 

স্টাফ রিপোর্টার: কোভিড-১৯ সংকট কাটিয়ে শিক্ষার্থীদের বিদ্যালয়মুখি করার লক্ষে চুয়াডাঙ্গা ভিক্টোরি জুবলি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিশেষ উদ্যোগ নিয়েছেন। তিনি শুরু করেছেন ছাত্রসহ তাদের অভিভাবকদের নিয়ে মতবিনিময় কর্মসূচি পালন। এরই অংশ হিসেবে গতকাল সকাল ৯টায় বিদ্যালয়ের মিলনায়তনে নবম শ্রেণির প্রভাত ও দুপুরে দিবা শাখার ছাত্র অভিভাবকদের নিয়ে মতবিনিময় সভায় মিলিত হন প্রধান শিক্ষকসহ শ্রেণিশিক্ষক।

বিদ্যালয়ে নবম শ্রেণির শিক্ষার্থীদের উপস্থিতির গড় হার হতাশাজনক উল্লেখ করে প্রধান শিক্ষক বিলাল হোসেন বলেছেন, প্রায় দু’বছর যাবত কোভিড-১৯ এর কারণে বিদ্যালয়ে পঠন-পাঠন ব্যাহত হয়েছে। এ ক্ষতি পুষিয়ে নিতে চলতি বছর শ্রেণিতে পাঠদানে শিক্ষকম-লী সর্বাত্মক আন্তরিক প্রচেষ্টা অব্যাহত রেখেছেন। এরপরও বিদ্যালয়ে উপস্থিতির হার অনেকটাই হতাশাজনক। অথচ বার্ষিক চূড়ান্ত পরীক্ষা আসন্ন। আর মাত্র কয়েকদিন বাকি। এ অবস্থায় অভিভাবকদের আন্তরিক হওয়া অতীব জরুরি। শিক্ষার্থীদেরও বিদ্যালয়ে উপস্থিত হয়ে প্রয়োজনীয় পঠগ্রহণ অপরিহার্য। পরীক্ষায় অকৃতকার্যদের বিষয়ে কোনোভাবেই সুপারিশ গ্রহণযোগ্য হবে না। ফলে শিক্ষার্থীদের পড়াতে হবে। পরীক্ষার প্রস্তুতি না থাকলে পরীক্ষার ফল ভালো হওয়ার আশা করা যায় না।

গতকাল সকালে অনুষ্ঠিত অভিভাবক সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন শ্রেণিশিক্ষক হাফিজ উদ্দীন। দিক নির্দেশনামূলক অভিমত ব্যক্ত করে শিক্ষার মানবৃৃদ্ধিতে বিদ্যালয়ে শিক্ষকম-লীর পাশাপাশি অভিভাবকদের আন্তরিক হওয়ার পুনঃপুনঃ তাগিদ দেন প্রধান শিক্ষক। অভিভাবকদের মধ্যে চুয়াডাঙ্গা প্রেসক্লাব সভাপতি সরদার আল আমিন, চুয়াডাঙ্গা আইনজীবী সমিতির সদস্য অ্যাড. আতিয়ার রহমান প্রমুখ। অভিভাবকদের মধ্যে অনেকেই উপস্থিত থেকে অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভাকে স্বাগত জানিয়ে বলেন, শিক্ষক এবং বঅভিভাকদের মধ্যে সেতুবন্ধন অটুট থাকলে শিক্ষার্থীদের সুপথে রেখে লেখাপড়ায় মনোনিবেশ করানো সহজ হবে। বিদ্যালয়ের এ উদ্যোগ অবশ্যই প্রশংসার দাবি রাখে।

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More