কার্পাসডাঙ্গা প্রতিনিধি: দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গায় স্থানীয় এক যুবতীকে উত্ত্যক্ত করায় সাজেদা ফাউন্ডেশনের ম্যানেজারকে স্থানীয়রা মারধর করেছে। জানা গেছে, কার্পাসডাঙ্গা কাস্টমমোড় মহল্লায় অবস্থিত সাজেদা ফাউন্ডেশনের ম্যানেজার মো. সোহাগ (৩৫) বিভিন্ন সময়ে স্থানীয় এক যুবতীকে উত্ত্যক্ত করে আসছিলেন। মেয়ের পরিবার থেকে নিষেধ করা সত্ত্বেও ম্যানেজার কর্ণপাত করতেন না। শনিবার রাত ৯টার দিকে তাকে আটক করে অফিসকক্ষে বেঁধে স্থানীয়রা মারধর করে। খবর পেয়ে কার্পাসডাঙ্গা ফাঁড়ি পুলিশ তাকে উদ্ধার করে। এ বিষয়ে ওই যুবতীর চাচা অভিযোগ করে বলেন, তাকে কয়েক দফায় নিষেধ করা সত্ত্বেও তিনি কর্ণপাত করেননি। কার্পাসডাঙ্গা ফাঁড়ির আইসি এসআই আতিকুর রহমান জুয়েল জানান, ম্যানেজারকে ফাঁড়িতে রাখা হয়েছে। তার শরীরে মারধরের আঘাত রয়েছে, হাসপাতালে পাঠানো হবে।