অবৈধ মজুদ ও কারসাজি করলে ব্যবস্থা নেয়া হবে
চুয়াডাঙ্গায় ভোক্তা আইন ও বর্তমান দ্রব্যমূল্যে নিয়ে সেমিনারে জেলা প্রশাসক
স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ অবহিতকরণ ও বাস্তবায়ন এবং বর্তমানে দ্রব্যমূল্যে নিয়ে একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বেলা ১০টায় জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহযোগিতায় জেলা প্রশাসন সেমিনারের আয়োজন করে।
চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাজিয়া আফরীনের সভাপতিত্বে সেমিনারে জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। সেমিনারে পাওয়ার পয়েন্টের মাধ্যমে প্রেজেন্টেশন উপস্থাপন করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সজল আহমেদ। এ সময় জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মিজানুর রহমান, জেলা প্রাণিসম্পাদ অফিসার ডা. আনিছুর রহমান, এনএসআই সহকারী পরিচালক খলিলুর রহমান, অ্যাড. রফিকুল ইসলাম, জেলা দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক ইবরুল হাসান জোয়ার্দ্দার, ব্যবসায়ী সংগঠন চেম্বারের পরিচালক নাসির আহাদ জোয়ার্দ্দার, নিউ মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি মিজাইল হোসেন জোয়ার্দ্দার, সাধারণ সম্পাদক তোছাদ্দেক হোসেন, জেলা পরিবেশক সমিতির সাধারণ সম্পাদক রিংকু জোয়ার্দ্দার, ব্যবসায়ী ওহিদ শাহ, হেলাল উদ্দিন, আনন্দ কুমার সরকার, সফিয়ার রহমান, সেলিম রেজা, মমিনুল ইসলামসহ ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
সেমিনারে জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান বলেন, বাজারে দ্রব্যমূল্য নিয়ে আমরা চিন্তিত। সাধারণ ভোক্তাদের ক্রয়-ক্ষমতার বাইরে চলে যাচ্ছে। সরকারি বেধে দেয়া মূল্যে ৯০ টাকা কেজি দরে চিনি বিক্রি করতে হবে। বাজারে মালামাল রাখতে হবে। অবৈধ মজুদ ও কারসাজি করলে ব্যবস্থা নেয়া হবে। আপনারা চিনির ডিও ব্যবসায়ীদের বিরুদ্ধে কোনোদিন কিছু বলেননি কেন। আপনাদের অভিযোগের বিষয়ে মন্ত্রণালয়ে জানাবো।
গত ৬ অক্টোবর বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম-নিয়ন্ত্রক শামীমা আকতার স্বাক্ষরিত এক পত্রে পাম সুপার তেল ও চিনির দাম নির্ধারণ করে দেয়া হয়েছে। ওই পত্রে ১ লিটার পাম সুপার খোলা তেল মিল গেটে মূল্য ১২০ টাকা, পরিবেশক মূল্য ১২২ টাকা ও সর্বোচ্চ খুচরা মূল্য ১২৫ টাকা নির্ধারণ করা হয়েছে। পরিশোধিত ১ কেজি চিনির মূল্য মিল গেটে ৮৫ টাকা, পরিবেশক মূল্য ৮৭ টাকা ও সর্বোচ্চ খুচরা মূল্য ৯০ টাকা নির্ধারণ করা হয়েছে। পরিশোধিত ১ কেজি চিনি প্যাকেট মিল গেটে মূল্য ৯০ টাকা, পরিবেশক মূল্য ৯২ টাকা এবং সর্বোচ্চ খুচরা মূল্য ৯৫ টাকা নির্ধারণ করা হয়েছে।