কুড়ুলগাছিতে সাপ নিয়ে ঝাপান খেলায় মুগ্ধ নারী-পুরুষ

 

রতন বিশ্বাস: দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছি ইউনিয়নের হরিশচন্দ্রপুর নতুন গ্রামে অনুষ্ঠিত হয়ে গেলো গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী ঝাপান খেলা। গতকাল বৃহস্পতিবার দিনব্যাপী হরিশচন্দ্রপুর নতুনগ্রামের তিন রাস্তামোড় প্রাঙ্গণে এ খেলার আয়োজন করে এলাকাবাসী। বিষধর সাপের খেলা দেখতে তিন রাস্তামোড় প্রাঙ্গণে ভিড় করে শতশত মানুষ। দর্শকদের হাততালি আর উল্লাসে খেলা দেখাতে ব্যস্ত সাপুড়েরা। বাদ্যের তালে তালে ঝুড়ি থেকে বেড়িয়ে আসে ভয়ংকর সাপ। উপস্থিত শতশত দর্শকের করতালিতে মুখরিত হয়ে উঠে ঝাপান খেলার মাঠ। ঐতিহ্যবাহী এই সাপ খেলা দেখতে ভিড় করেন হাজারো দর্শক। বাদ পড়েনি নারীরাও। ঢাক-ঢোলের বাদন ও নাচ-গানে সাপুড়েরা দর্শকদের মন ভরিয়ে তোলেন। খেলায় অংশ গ্রহনকারী কয়েকটি সাপুড়ে দলের বেশকিছু সাপের মধ্যে নিজেকে সেরা প্রমাণ করতে প্রতিটি সাপ প্রদর্শন করে নিজেদের আকর্ষণীয় কসরত। আর এই দূর্লভ দৃশ্য দেখতে দূরদুরান্ত থেকে ছুটে আসেন দর্শনার্থীরা। খেলা দেখতে আসা দর্শক সালেকিন মিয়া সাগর বলেন, গ্রাম বাংলার ঐতিহ্যকে বর্তমান প্রজন্মের সামনে তুলে ধরতে এই খেলার আয়োজন করেছে গ্রামবাসী। কালের বিবর্তনে লোকাচারের অনেক কিছুই এখন হারিয়ে গেছে। সেই মধ্যযুগ হয়ে একবিংশ শতাব্দীর মানুষের কাছে এখনো সমান জনপ্রিয়তা ধরে রেখেছে এটি। এর আগে সকালে আ. লীগ নেতা ইসছান আলীর সভাপতিত্বে কুড়ুলগাছি ইউপি চেয়ারম্যান কামাল উদ্দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলার উদ্বোধন করেন। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়ুলগাছি ইউনিয়ন আ. লীগের সাধারণ সম্পাদক সরোয়ার হোসেন, ইউপি সদস্য আশরাফুল ইসলাম।

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More