মাথাভাঙ্গা মনিটর: সুপার টুয়েলভে যেতে হলে বৃহস্পতিবার ম্যাচে জিততেই হতো শ্রীলঙ্কাকে। ডাচদের বিপক্ষে ১৬ রানে জিতেই সুপার টুয়েলভ নিশ্চিত করলো লঙ্কানরা। এদিকে, নিজেদের প্রথম দুই ম্যাচ জিতলেও শ্রীলঙ্কার কাছে হারে উল্টো এখন শঙ্কায় নেদারল্যান্ডের সুপার টুয়েলভে ওঠার সম্ভাবনা। জিলংয়ের কার্ডিনিয়া পার্কে টস বাঁচা-মরার ম্যাচে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় লঙ্কান অধিনায়ক দাসুন শানাকা। আগে ব্যাট করে ওপেনার কুশল মেন্ডিসের ঝড়ো ফিফটিতে ১৬২ রান সংগ্রহ করে শ্রীলঙ্কা। ১৬৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই ধুঁকতে থাকে ডাচ ব্যাটাররা। নির্ধারিত ২০ ওভার শেষে ৯ উইকেট হারিয়ে ডাচরা তুলতে পারে ১৪৬ রান। ডাচদের হয়ে শেষ পর্যন্ত ব্যাট হাতে লড়াই করছেন একমাত্র ম্যাক্স ও’ডাউদ। তার অপরাজিত ৭১ রানও যথেষ্ট হয়নি দলকে জেতানোর জন্য। নেদারল্যান্ডেকে হারিয়েই ‘এ’ গ্রুপের পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে গেছে শ্রীলঙ্কা। ৪ পয়েন্টের সাথে তাদের রান রেট এখন (+)০.৬৬৭। সমান পয়েন্ট নিয়েও পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে থাকলেও ডাচদের সুপার টুয়েলভে অটাহ এখনও অনিশ্চিত। কারণ তাদের রানরেট এখন (-)০.১৬২। দিনের দ্বিতীয় ম্যাচে সংযুক্ত আরব আমিরাতকে নামিবিয়া হারিয়ে দিলেই গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে সুপার টুয়েলভে চলে যাবে তারা। আর রানার্স আপ হয়ে তাদের সঙ্গী হবে শ্রীলঙ্কা। সেক্ষেত্রে রানরেটের খাড়ায় পড়ে বাদ পড়তে হবে প্রথম দুই ম্যাচেই জয় পাওয়া নেদারল্যান্ডকে।