আলমডাঙ্গা ব্যুরো: নিজ ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করে প্রেমিককে বিয়ে করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্রী সুপ্রীতি দত্ত তমা। তিনি আলমডাঙ্গা শহরের ক্যানেলপাড়ার স্বর্গীয় শ্যামল দত্তের মেয়ে ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষের অর্থনীতি অনুষদের শিক্ষার্থী ( মাস্টার্স)। বৃহস্পতিবার (২০ অক্টোবর) সকালে ওই শিক্ষার্থী তার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আদালতে স্বাক্ষরকৃত হলফনামা পোস্ট দিয়ে বিষয়টি নিশ্চিত করেছেন। ইসলাম ধর্ম গ্রহণের পর সুপ্রীতি দত্ত তমা বর্তমান নাম গ্রহণ করেছেন ত্বহিরা তাসনীম আয়াত নামে।
জানা যায়, ১৯ অক্টোবর ঝিনাইদহের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রোমানা আফরোজের আদালতে হলফনামায় স্বাক্ষর করে হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণের ঘোষণা দেন ওই ছাত্রী। একইসঙ্গে তার পূর্বের নাম (সুপ্রীতি দত্ত তমা) পরিবর্তন করে ত্বহিরা তাসনীম আয়াত নাম গ্রহণ করেন।
হলফনামায় তিনি উল্লেখ করেন, ‘আমি পূর্ণ বয়স্ক সাবালিকা, নিজের ভালোমন্দ বিচার বিশ্লেষন ও সিদ্ধান্ত গ্রহণ করার মত বিদ্যা ও বুদ্ধি আমার হইয়াছে। সে কারনে আমি দীর্ঘদিন যাবৎ আমার প্রতিবেশী ও বিশ^বিদ্যালয়ের মুসলিম সহপাঠী বন্ধু বান্ধবীদের সহিত মেলামেশা করিয়া এবং ইন্টানেটের মাধ্যমে ওয়াজ শুনিয়া ইসলাম ধর্মের প্রতি আমার ভালোবাসার সৃষ্টি হয়। ফলে আমি ইসলামী বিভিন্ন পুস্তকাদি পাঠ করিয়া তৌহিদ, রিসালাত ও কিয়ামত সম্পর্কে সম্যক জ্ঞান অর্জন করিয়া ইসলামই একমাত্র জীবন ব্যবস্থা যাহা দুনিয়া ও আখেরাতে শাস্তি ও নাজাত দিতে পারে বলিয়া বিশ^াস করি। ফলে আমি ইসলাম ধর্ম গ্রহণের সিদ্ধান্ত গ্রহণ করি। সে মোতাবেক আমি একজন আলেমের নিকট উপস্থিত হইয়া আল্লাহকে হাজির নাজি জানিয়া মুখে পাক কলেমা শরীফ উচ্চারণ করিয়া ইসলাম ধর্ম গ্রহণ করিয়াছি।’
ফেসবুক পোস্টে সুপ্রীতি দত্ত তমা (বর্তমান নাম ত্বহিরা তাসনীম আয়াত) উল্লেখ করেছেন, ‘আলহামদুলিল্লাহ! আল্লাহ আমাকে সঠিক পথ দেখিয়েছেন। আট বছর ধরে চেষ্টা করে অবশেষে আমি এখন রাষ্ট্রীয়ভাবে একজন মুসলমান। আল্লাহ আমাকে সঠিক পথে থাকার তৌফিক দান করেন। আমিন। আমার জন্য দোয়া করবেন।’
এদিকে, তমা দত্তের মুসলিম ধর্ম গ্রহণের খবর আলমডাঙ্গা শহরে ভাইরাল হয়ে গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যাণে তা দেশময় আলোচনার রসদে পরিণত হয়েছে। পাড়ায়-মহল্লায় গসিপে পরিণত হয়েছে ঘটনাটি। কারণ তমা দত্ত শুধু ধর্মান্তরিত হননি। ধর্মান্তরিত হয়ে বিয়ে করেছেন মুসাব তৌহিদ নামে বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া এক সুদর্শন যুবককে। মুসাব তৌহিদ আলমডাঙ্গার অত্যন্ত পরিচিত মুখ। তিনি আলমডাঙ্গার প্রসিদ্ধ হ্যামলেট ক্যাফে’র মালিক ও শহরের পুরাতন বাজারের মাওলানা শাফায়েত-উল-ইসলামের ছেলে। সফল তরুণ উদ্যোক্তা হিসেবে তার সুখ্যাতি রয়েছে।
এলাকাসূত্রে জানা যায়, তমা ও মুসাবের দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিলো। এতদিনের প্রেমের সফল পরিণতি এই বিয়ে। নাম প্রকাশে অনিচ্ছুক অনেকে জানান, ইতোপূর্বে একাধিকবার তমা পরিবার ছেড়ে মুসাবের কাছে এসেছিলেন। সে সময় মুসাবের পরিবার তমাকে বুঝিয়ে বাড়িতে ফেরত পাঠান। গতকাল মুসাবকে খোঁজ করে পাওয়া যায়নি। তার মোবাইলফোন বন্ধ পাওয়া গেছে। বন্ধ ছিলো হ্যামলেট ক্যাফে।
আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম জানান, এ ঘটনায় এখনো কোনো অভিযোগ করা হয়নি। হলে আইনানুগ ব্যবস্থা নেবো।