মেহেরপুর অফিস: মেহেরপুর সদর উপজেলা স্বাস্থ্য বিভাগের অভিযানে মেয়াদবিহীন অনিরাপদ, মানসম্পন্ন নয় এরুপ বিভিন্ন রকমের শিশুদের খাদ্য, রিং চিপস, কালারিং কদমা, ছড়ালিচু, খেলনা, টুলি চকলেট, কাটি লজেন্স, হজমীসহ বিপুল পরিমাণ অনিরাপদ খাদ্য সামগ্রী জব্দ করা হয়। গতকাল বৃহস্পতিবার দুপুরের দিকে মেহেরপুর সদর উপজেলা রাজাপুর আদর্শ গ্রাম (গুচ্ছগ্রাম) মশিউরের দোকানের কাছে এ অভিযান চালানো হয়। মেহেরপুর সদর উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর তারিকুল ইসলামের নেতৃত্বে অভিযানে মেহেরপুর শহরের আব্দুল আজিজের ছেলে কানন এবং রহমত উল্লাহর ছেলে নুরুল ইসলামের কাছ থেকে বিপুল পরিমাণ অনিরাপদ খাদ্য সামগ্রী জব্দ করার পর সেগুলো আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।
পূর্ববর্তী পোস্ট
মেহেরপুর ডিবি’র অভিযানে ৪০ বোতল ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী আটক
পরবর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ