চুয়াডাঙ্গা হিজলগাড়ী বাজারে হাটের জায়গা দখলকারিদের বিরুদ্ধে নোটিশ

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গার হিজলগাড়ী বাজারের সাপ্তাহিক হাটে গড়ে ওঠা টিনসেডের জায়গা জবর দখল করে কতিপয় ব্যাক্তি স্থায়ী দোকান নির্মাণ করেছেন। এতে করে সাপ্তাহিক হাটে আসা দোকানদাররা চরম ভোগান্তিতে পড়েছে। জায়গা দখলমুক্ত করতে কর্তৃপক্ষ দখলদারদেরকে নোটিশ দিলেও তাতে কোন কর্ণপাত করছে না দখলদাররা। ফলে একদিকে যেমন সরকারি জায়গা বেদখল হয়ে যাচ্ছে অপর দিকে স্থায়ী দোকানদারদের পরিত্যাক্ত আবর্জনায় চরমভাবে হাটের পরিবেশ দূষিত হচ্ছে। চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুর ইউনিয়নের প্রাণকেন্দ্রে অবস্থিত হিজলগাড়ী বাজার। এ বাজারে সরকারি জায়গায় সপ্তাহে শনি ও বুধবার বসে সাপ্তাহিক হাট। ব্যবসায়ীদের সুবিধার্থে হাটে তৈরী করা হয়েছে আধাপাকা ২টি টিনের সেড। যে হাট প্রতিবছর সরকারি ভাবে ইজারা দিয়ে থাকে কর্তৃপক্ষ। অভিযোগ উঠেছে দীর্ঘদিন থেকে কতিপয় ব্যাক্তি হাটের কিছু কিছু জায়গা জবর দখল করে স্থায়ী দোকান নির্মাণ করেছেন। ফলে সরকারি জায়গা বেদখল হয়েগেছে। এতে করে সাপ্তাহিক হাটের দিনে ওই সমস্থ দখলদারদের কারণে হাটে মালামাল বিক্রি করতে আসা ব্যাক্তিরা চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে। পরিবেশ দূষণের কারণে বিদ্যালয়ে শিক্ষার্থীদের বিদ্যালয়ে যাতায়াতে সমস্যা হচ্ছে। এ নিয়ে প্রায় হাটেরদিন ব্যবসায়ীদের মাধ্যে ঘটে বাগবিত-ার ঘটনা। এরি মধ্যে দখলদারদের দখল ছাড়তে ভূমি অফিস থেকে নোটিশ প্রদান করা হয়েছে বলে জানাগেছে। নোটিশ পাবার পরও দখলদাররা তাতে কোনো কর্ণপাত করছেন না। গতকাল বুধবার বেলা ১১টার দিকে বেগমপুর ইউপি চেয়ারম্যান আলী হোসেন জোয়ার্দ্দার সরকারি জায়গায় থেকে স্থায়ী দোকান সরিয়ে ফেলার জন্য দখলদারদের জানাতে গেলে তার উপরও চড়াও হয় কেউ কেউ। ইউপি চেয়ারম্যান আলী হোসেন বলেন, সরকারি হাটের জায়গা স্থায়ীভাবে কেউ দখলে রাখতে পারে না। তাই পরিষদ থেকে রেজুলেশণ করে কর্তৃপক্ষকে অবহিত করা হবে। চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার শামীম ভূইয়া বলেন, দখলমুক্ত করতে দখলদারকেতো নোটিশ করা হয়েছে। স্বেচ্ছায় সরকারি জায়গা ছেড়ে না দিলে দখলদারদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More