আলমডাঙ্গা ব্যুরো: গাঁজা সেবনকালে আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গাড়িচালক মাসুমসহ দু’জনকে আটক করেছে পুলিশ। বুধবার রাত সাড়ে ৯টার দিকে হারদী থানাপাড়া সংলগ্ন কানা পুকুর নামকস্থান থেকে তাদের আটক করে পুলিশ। স্থানীয়রা জানান, আলমডাঙ্গার হারদী গ্রামের বাদসা আলীর ছেলে মাসুম হাসপাতালে মাস্টাররুলে গাড়িচালক হিসেবে আছে। তিনিসহ কয়েকজন বুধবার রাতে হারদী থানাপাড়ার কানাপুকুর এলাকায় গাঁজা সেবন করছিলেন। গাঁজার আসরের সংবাদ শুনে ওসমানপুর ফাঁড়ি পুলিশের এসআই খসরু আলম সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে অভিযান পরিচালনা করেন। এ সময় কয়েবজন দৌড়ে পালিয়ে গেলেও পুলিশের হাতে ধরা পড়ে হাসপাতালের গাড়ি চালক মাসুম ও হারদী গ্রামের হাসমত আলীর ছেলে আব্বাস। পরে তাদের ফাঁড়িতে নিয়ে যাওয়া হয়। স্থানীয়দের অভিযোগ মাসুম ইতিপূর্বেও মাদকসহ পুলিশের হাতে আটক হয়েছিল। পুলিশ জানিয়েছেন এ ঘটনায় মামলা হবে।
পরবর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ