মাথাভাঙ্গা মনিটর: গতকাল রোববার অস্ট্রেলিয়ায় শুরু হয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপের অষ্টম আসর। টুর্নামেন্টের যোগ্যতা অর্জন পর্বে দুই গ্রুপে লড়াই করছে ওয়েস্ট ইন্ডিজ-শ্রীলংকাসহ ৮টি দল। বাছাইপর্বের বাধা ডিঙ্গিয়ে দুই গ্রুপের দুই ফাইনালিস্ট খেলবে সুপার টুয়েলভে। সুপার টুয়েলভের খেলা শুরু হবে আগামী শনিবার। তার আগে সরাসরি সুপার টুয়েলভে সুযোগ পাওয়া দলগুলো দুটি করে প্রস্তুতিমূলক ম্যাচ খেলার সুযোগ পাচ্ছে। আজ সোমবার থেকে শুরু হচ্ছে প্রস্তুতি ম্যাচ। সকাল ৯টায় অস্ট্রেলিয়ার ব্রিসবেনের অ্যালান বোর্ডার ফিল্ডে নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচে আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। একই ভেন্যুতে বুধবার দুপুর ২টায় দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নিজেদের দ্বিতীয় এবং শেষ প্রস্তুতি ম্যাচ খেলবে সাকিব আল হাসানের নেতৃত্বাধীন দলটি। গতকাল রোববার অনুশীলনে অধিনায়ক সাকিব আল হাসান ছিলেন না। তবে দলের বাকি ক্রিকেটাররা অবশ্য অনুশীলনে ব্যস্ত সময় কাটিয়েছেন। তাসকিন আহমেদ, এবাদত হোসেন ও হাসান মাহমুদরাও করেছেন ব্যাটিং অনুশীলন।
জানা গেছে, দলের টেলএন্ডারদের শক্তিমত্তা বাড়াতেই তাদের এমন অনুশীলন। এদিকে আজ প্রস্তুতি ম্যাচে মাঠে নামছে অস্ট্রেলিয়া-ভারতও। শক্তিশালী এ দুই দলের ম্যাচটি হবে গ্যাবায়। একই মাঠে কাল ইংল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে পাকিস্তান। বাংলাদেশ-আফগানিস্তানের ম্যাচটি হবে অ্যালান বোর্ডার ফিল্ডে। সেই মাঠেই আরেক ম্যাচে মাঠে নামবে নিউজিল্যান্ড-দক্ষিণ আফ্রিকা।
বিশ্বকাপে বাংলাদেশের স্কোয়াড: সাকিব আল হাসান (অধিনায়ক), নুরুল হাসান সোহান (সহ-অধিনায়ক), লিটন দাস, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, মোসাদ্দেক হোসেন সৈকত, ইয়াসির আলী রাব্বি, নাসুম আহমেদ, এবাদত হোসেন, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ, নাজমুল হোসেন শান্ত ও সৌম্য সরকার। স্ট্যান্ডবাই: শেখ মেহেদী হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, রিশাদ হোসেন এবং সাব্বির রহমান।