স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা জেলা পরিষদ নির্বাচন উপলক্ষে ভোটরদের সাথে মতবিনিময় করেছেন চেয়ারম্যান প্রার্থী আরেফিন আলম রঞ্জু। বিভিন্ন এলাকায় গিয়ে ভোটারদের সাথে সাক্ষাৎ করেন তিনি। গতকাল শনিবার দিনব্যাপী জেলার চার উপজেলার পৌর মেয়র-কাউন্সিলর এবং ইউপি চেয়ারম্যান-সদস্যদের সাথে মতবিনিময়সহ ঘোড়া প্রতীকে ভোট প্রার্থনা করেন।
চুয়াডাঙ্গা জেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে ঘোড়া প্রতীকের চেয়ারম্যান প্রার্থী আরেফিন আলম রঞ্জু নির্বাচনী এলাকায় দিনরাত সময় দিচ্ছেন। প্রচার-প্রচারণার শেষ দিন গতকালও তিনি বিভিন্ন এলাকার ভোটারদের সাথে করেছেন মতবিনিময়। চুয়াডাঙ্গা সদর ও আলমডাঙ্গা পৌর মেয়র, কাউন্সিলর, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও সদস্যদের সাথে সাক্ষাৎ করেন। এর আগে দামুড়হুদা ও জীবননগর উপজেলার পৌর এবং ইউপির জনপ্রতিনিধিদের নিকট ভোট প্রার্থনা করেন চেয়ারম্যান প্রার্থী আরেফিন আলম রঞ্জু। এ সময় তিনি জেলার সার্বিক উন্নয়নে কাজ করার সুযোগ দেয়ার জন্য ভোটারদের অনুরোধ করেন।