টিপ্পনী
দিচ্ছো তুমি হেসে
মারলে না হয় মারলে বাপু
লাশটা দিতেও মানা;
ভাল্লাগে না দফায় দফায়
এমন জুলুম-হানা!
আর কতকাল এইভাবে লোক
ফেলবে চোখের পানি,
আর কতলোক দফায় দফায়
জান দেবে কোরবানি!
এসব কিছুর নেই তো জবাব
সব মানুষই ভাবে,
বাদ প্রতিবাদ করলে আবার
সাতবেলা পস্তাবে।
জান নিয়ো না এখন কারোর
যাচ্ছে অভাব দেশে,
আমার আকাল অভাব দেখে
দিচ্ছো তুমি হেসে!
সূত্র: (নিহত মুনতাজের লাশ ৪দিনেও ফেরত দেয়নি বিএসএফ)