জীবননগর ব্যুরো: জীবননগরে লাইসেন্স বিহীনভাবে বীজ ব্যবসা পরিচালনা করার অপরাধে এক ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার লক্ষ্মীপুরের ভূট্টা বীজ ব্যবসায়ী উসমান গণিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের বিচারক ইউএনও আরিফুল ইসলাম রাসেল এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সংশ্লিষ্ট বিভাগের লাইসেন্স ছাড়া বীজ বিক্রি আইনত দ-নীয় অপরাধ। লক্ষ্মীপুরের আবুল কালামের ছেলে উসমান গণি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের যথাযথ লাইসেন্স ছাড়া বীজ ব্যবসা পরিচালনা করে আসছিলেন। ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট ইউএনও আরিফুল ইসলাম রাসেল গতকাল দুপুরে লক্ষ্মীপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। অভিযানকালে লাইসেন্সছাড়া ভূট্টাবীজ বিক্রি করার অপরাধে বীজ আইন-২০১৮ এর ৮ (১) ধারায় উসমান গণিকে ২০ হাজার টাকা জরিমানা করেন। জেলা বীজ প্রত্যয়ন অফিসার সাইফুল ইসলাম ও থানা পুলিশের একটি টিম ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা প্রদান করেন বলে জানা যায়।