জীবননগর ব্যুরো: জীবননগর উপজেলার উথলীতে কুটুমবাড়ি ফুড পার্কে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান চালিয়ে ৩০ হাজার টাকা জরিমানা করেছে। এছাড়া উথলী বাসস্ট্যান্ডে দু’টি ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে আরও ১২ হাজার টাকা জরিমানা করেছে। গতকাল মঙ্গলবার দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহম্মেদ এবং জীবননগর সহকারী কমিশনার (ভূমি) তিথি মিত্র যৌথভাবে অভিযান চালিয়ে এই জরিমানা করেন। ভোক্তা অধিকার সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে জীবননগর উপজেলার উথলী বাসস্ট্যান্ডে মেসার্স মোল্লা ফুড বেকারিতে প্রথমে অভিযান চালানো হয়। এ সময় পণ্যের মোড়ক ব্যবহার না করা এবং অস্বাস্থ্যকর পরিবেশে পণ্য উৎপাদনের অপরাধে ওই প্রতিষ্ঠানের মালিক মো. হানিফ আলীকে ভোক্তা অধিকার আইনের ৩৭ ও ৪৩ নং ধারায় ৭ হাজার টাকা জরিমানা করা হয়। একই স্থানে মেসার্স ভাইভাই স্টোরকে অধিক মূল্যে ও মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রয়ের অভিযোগে ভোক্তা অধিকার আইনে ৪০ ও ৫১ নং ধারায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়। পরে ভোক্তাদের অভিযোগের প্রেক্ষিতে উথলী বাসস্ট্যান্ডে কুটুমবাড়ি ফুড পার্কে অভিযান চালানো হয়। ফুড পার্কের খাবার প্রস্তুতির জায়গা পরিদর্শন করে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য তৈরী, বাঁশি খাবার ফ্রিজে রেখে রান্না করে বিক্রি এবং খাবার বেশি দামে বিক্রিসহ নানা অভিযোগের প্রমাণ পাওয়া যায়। এ কারণে অভিযুক্ত ফুড পার্কের মালিক মোস্তাফিজুর রহমান মুন্নাকে ভোক্তা অধিকার আইনে ৪০ ও ৪৩ ধারায় ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় ব্যবসায়ীদের সতর্ক করা হয় ও জনসচেতনামূলক লিফলেট বিতরণ করা হয়। জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহম্মেদ। অভিযানে সহযোগীতা করেন, স্যানিটারি ইন্সপেক্টর আনিসুর রহমান এবং জীবননগর থানা পুলিশের একটি দল।