মুজিবনগর প্রতিনিধি: মুজিবনগর থানা পুলিশের অভিযানে ২৫ বোতল ফেনসিডিলসহ শিমুল রানা (২২) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। গতকাল সোমবার রাত ৯টায় মুজিবনগর উপজেলার দারিয়াপুর গ্রামের শিমুল রানার বাড়ির রান্নাঘর থেকে তাকে আটক করা হয়। আটক শিমুল রানা মুজিবনগর উপজেলার দারিয়াপুর ইউনিয়নের দারিয়াপুর গ্রামের রহিদুলের ছেলে। মুজিবনগর থানার ওসি মো. মেহেদী রাসেল জানান-গোপন সংবাদ পেয়ে এসআই সাহেব আলী, এসআই সেকেন্দার, এসআই সাইদুর ও এএসআই সিহাবের নেতৃত্বে পুলিশ দারিয়াপুর গ্রামের শিমুল রানার বাড়িতে অবস্থান নেয়। এ সময় তার বাড়ির রান্নাঘরে থাকা একটি প্লাস্টিকের বস্তাভর্তি ২৫ বোতল ফেনসিডিল উদ্ধারসহ তাকে আটক করে পুলিশ। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়া চলছে বলে জানান, মুজিবনগর থানার ওসি মো. মেহেদী রাসেল।