গড়াইটুপি প্রতিনিধি: চুয়াডাঙ্গা সদর উপজেলার বড়শলুয়ায় স্বামী স্ত্রীর মনমালিন্যর কারণে বিয়ের মাত্র চার মাসের মাথায় বন্যা খাতুন (২৫) নামের এক গৃহবধূ বিষপানে আত্মহত্যা করেছে। ঘটনাটি ঘটেছে গতকাল শনিবার বিকাল ৪টার দিকে। স্থানীয় সূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গা সদর উপজেলার গড়াইটুপি ইউনিয়নের জামালপুর গ্রামের কাশেম হোসেনের মেয়ে বন্যা খাতুনের সাথে তিতুদহ ইউনিয়নের বড়শলুয়ায় দক্ষিণ পাড়ার সাদ্দালার ছেলে মূছা হোসেনের গত ৪মাস আগে বিয়ে হয়। বেশকিছুদিন ধরে তাদের সংসারে দেনাপাওনা নিয়ে মনমালিন্য হয়। এরই কারণে গতকাল শনিবার বিকাল ৪ টার দিকে সে বিষপান করে আত্মহত্যার চেষ্টা করে। পরে তাকে উদ্ধার করে প্রথমে হিজলগাড়ী বাজারে ও পরে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যাবার পথে বিজিবি ক্যাম্পের নিকট পৌঁছালে তার মৃত্যু হয়। মৃতের ভাই রুবেল হোসেন অভিযোগ করে বলেন, বেশকিছুদিন ধরে গাড়ী কেনার জন্য আমাদের কাছে টাকা দাবি করে। যে কারণে দুপক্ষের মধ্যে মনমালিন্য হয়। মূলত শ্বশুর বাড়ির লোকজন তাকে নানাধরণের চাপ দিতে থাকে। তাকে আত্মহত্যা করতে বাধ্য করেছে। মৃতের স্বামী মূছা বলেন, বিয়েতে মোটরসাইকেল দেয়ার কথা ছিলো কিন্তু তার উপর কোনপ্রকার চাপ বা মারধর করা হয়নি। ঘটনার দিন সে বাপের বাড়িতে যাবার কথা বল্লে আমি যেতে নিষেধ করায় দ্বন্দ্ব হয়। মৃতের আত্মীয় তার শরীরে কোন মারধরের আলামত পাইনি বলে জানিয়েছেন।
পূর্ববর্তী পোস্ট
পরবর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ