বর্তমান সরকার দেশের সার্বিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে
জীবননগরের বিভিন্ন স্থানে উন্নয়নমূলক কাজের উদ্বোধনকালে এমপি টগর
জীবননগর ব্যুরো/ আন্দুলবাড়িয়া প্রতিনিধি: চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজি মো. আলী আজগার টগর বলেছেন, ‘দেশের উন্নয়নে বর্তমান সরকারের বিকল্প নেই। বর্তমান সরকার দেশের উন্নয়নের জন্য কাজ করছে। দেশ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে। একটি মহল সরকারের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে চায়। কিন্তু দেশের মানুষ তাদের ধিক্কার জানিয়েছে।’ গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় জীবননগরের উথলী, কেডিকে ও আন্দুলবাড়িয়া ইউনিয়নে ৫টি গ্রামীণ সড়ক পাঁকা করণের নির্মাণ কাজ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন অনুষ্ঠানে পথসভায় প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য এসব কথা বলেন। তিনি আরও বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকার যোগাযোগ ব্যবস্থাসহ দেশের সার্বিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। জাতির জনকের সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা যোগাযোগ ব্যবস্থার প্রতি বিশেষ গুরুত্ব দিয়ে সারাদেশের সঙ্গে যোগাযোগের মেলবন্ধন সৃষ্টি করছেন। প্রধানমন্ত্রীর সাহসী পদক্ষেপে পদ্মা সেতু নির্মিত হয়েছে। উন্নয়নের এ ধারা অব্যাহত রাখতে শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার বারবার দরকার।’ তিনি বলেন, বর্তমান সরকার জনগণের কল্যাণে উন্নয়ন করে যাচ্ছে এবং প্রশংসনীয় ভূমিকায় দেশ আজ বিশ্ব দরবারে উন্নয়নের রোল মডেল হিসেবে পরিণত হয়েছে। সরকারের উন্নয়ন বার্তা তৃণমূল পর্যায়ে পৌঁছে দিতে হবে এবং আগামী নির্বাচনে জননেত্রীর হাতকে শক্তিশালী করতে করতে নৌকা প্রতীকে ভোট দিতে হবে। ইনশাআল্লাহ বর্তমান সরকার আবার ক্ষমতায় আসবে এবং জনগণের খেদমতে কাজ করবে। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী তাওহীদ হোসেন, সহকারী প্রকৌশলী সাকিল আহম্মেদ, উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক আবু মো. আব্দুল লতিফ অমল, উথলী ইউনিয়ন আ.লীগের সভাপতি আব্দুল হান্নান, আবু জাফর, মনোহরপুর ইউনিয়ন আ.লীগের সভাপতি গোলাম রসুল, সাধারণ সম্পাদক আহসান হাবিব বকুল, উথলী ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, কেডিকে ইউনিয়ন আ.লীগের সভাপতি আব্দুস শুকুর সরকার, সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান খাইরুল বাসার শিপলু, ইউপি সদস্য দলুরুদ্দিন দুলাল, খাসিয়ার রহমান মিঠু, দাউদ হোসেন, ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি লিটন হোসেন, আন্দুলবাড়িয়া ইউনিয়ন আ.লীগের সভাপতি ইউপি চেয়ারম্যান শেখ শফিকুল ইসলাম মোক্তার, সাবেক সভাপতি শেখ মোক্তার হোসেন, বাগদাদ হোসেন, সাধারণ সম্পাদক শেখ মহিদুল ইসলাম মধু, যুগ্ম-সাধারণ সম্পাদক এসএম আশরাফুল ইসলাম টিপু, শেখ আতিয়ার রহমান, মির্জা লিটন, মীর মাসুদউল খালেক বুলু, খান তারিক মহামুদ, যুবলীগ সভাপতি শেখ বিল্লাল হোসেন, যুবলীগ নেতা জামিরুল খান, মঈনুল ইসলাম লুলু, শেখ রেজা আহম্মেদ, বাজার কমিটির আহ্বায়ক আব্দুল খালেকসহ উপজেলা ও ইউনিয়ন আ.লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। পৃথক পৃথক নির্মাণ প্রকল্প উদ্বোধনী অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন দাউদ হোসেন ও ডা. মিজানুর রহমান।
জীবননগর উপজেলার স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর সূত্রে জানা গেছে, প্রকল্পগুলো হলো স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তরের বাস্তবায়নে উথলী আমতলা জিসি হতে ঘোড়ামারা রেলগেট সড়ক। যার প্রক্কলিত ব্যায় ৬৯ লাখ ৮৮ হাজার ৮শ ৬ টাকা, উথলী আমতলা জিসি হতে দেহাটি হাট সড়ক। প্রক্কলিত ব্যায় ৬১ লাখ ২৪ হাজার ৫শ ৬৯ টাকা, দেহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় সংযোগ বিসি দ্বারা উন্নয়ন সড়ক। প্রক্কলিত ব্যায় ৫২ লাখ ৭১ হাজার ১শ পঁচানব্বই টাকা। দেহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় সংযোগ সড়ক। যার প্রক্কলিত মুল্য ৫৩ লাখ ১৪ হাজার ৩শ ৪৬ টাকা। ঠিকাদার নাসির উদ্দিন। ডিঙ্গেদহ বাজার, চুয়াডাঙ্গা ও আন্দুলবাড়িয়া গালর্স সরকারি প্রাথমিক বিদ্যালয় সংযোগ বিসি দ্বারা উন্নয়ন সড়ক। যার প্রক্কলিত ব্যায় ৩২ লাখ ৪৩ হাজার ৪৮০ টাকা।