টিপ্পনী
খল
আগুন যদি খাও, বেরুবে
দিন পেরুলেই কয়লা,
পেটের ভেতর জমবে খারাপ
গন্ধ এবং ময়লা।
আগুন নিয়ে খেলতে গেলেই
পুড়বে ঠিকই হাত,
জীবন থেকে সরবে আলো
নামবে আঁধার রাত।
পরের ক্ষতি করলে নিজের
আখের হবে ধ্বংস,
মরবে পুড়ে ভবিষ্যতে
তোমার আপন বংশ।
এই জীবনেই আধাআধি
পাবে পাপের ফল,
তাই বলি হও খাঁটি মানুষ
কেউ হোয়ো না খল।
সূত্র:(ঝিনাইদহে গৃহবধূ ধর্ষণ-হত্যায় ৯জনের যাবজ্জীবন)