সোনার বারসহ পাচারকারী গোয়ালপাড়া গ্রামের তাজমুল আটক
জীবনগরের গয়েশপুরে মহেশপুর বিজিবির চোরাচালন বিরোধী অভিযান
জীবননগর ব্যুরো: চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার গয়েশপুর সীমান্ত থেকে চারটি সোনার বারসহ পাচারকারী তাজমুল হোসেনকে (৩০) আটক করেছে বিজিবি। গত সোমবার রাত ৮টার দিকে জেলার উপজেলার গয়েশপুর গ্রামের একটি ইটভাটার কাছ থেকে তাকে আটক করা হয়। আটক তাজমুল হোসেন জেলার জীবননগর উপজেলার গোয়ালপাড়া গ্রামের সখের আলীর ছেলে। গতকাল মঙ্গলবার বিকালে মহেশপুর ৫৮ বিজিবি সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। মহেশপুর-৫৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্বর্ণ পাচারের জন্য সীমান্তের শূন্য লাইন থেকে দেড় কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে গয়েশপুর গ্রামের জাকামোল্লা ইটভাটার দক্ষিণ-পশ্চিম পাশের পাঁকা রাস্তায় স্বর্ণ চোরা কারবারীরা অবস্থান করছিলেন। খবর পেয়ে বিজিবির গয়েশপুর বিওপির টহলদল সেখানে অভিযান চালিয়ে চারটি সোনার বারসহ তাজমুল হোসেনকে আটক করে। আটককৃত তাজমুল হোসেনকে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে সে স্বীকার করে তার কাছে শুল্ক ফাঁকি দেয়া আমদানীকৃত স্বর্ণের বার রয়েছে। ভারতে পাচারের জন্য স্বর্ণের বারগুলো সীমান্তের দিকে নিয়ে যাচ্ছিলো সে। পরে তার দেহ তল্লাশি করে ট্রাউজারের বাম পকেট থেকে কালো কসটেপ দ্বারা মোড়ানো অবস্থায় ৪টি স্বর্ণের বার জব্দ করে বিজিবি। জব্দকৃত স্বর্ণের ওজন ৪৪৯ দশমিক ৫৩ গ্রাম। জব্দকৃত ৪টি স্বর্নের বারসহ আটককৃত আসামিকে জীবননগর থানায় সোপর্দ করা হয়েছে এবং আটককৃত তাজমুল হোসেনের দেয়া তথ্যের ভিত্তিতে চোরাচালানে সহায়তাকারী জীবননগর পৌর শহরের মো. মজিদ মন্ডলকে (৩৮) পলাতক আসামি করা হয়েছে।