মেহেরপুর অফিস: মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা ইউনিয়নের বাড়িবাকা গ্রাম থেকে দুটি ভারতীয় গরুসহ নাহিদ হাসান (৩৫) নামে এক চোরাকারবারিকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে ভারত সীমান্তের কাছে বাড়িবাকা গ্রামের স্যানপাড়া মাঠের মধ্যে থেকে দু’টি ভারতীয় গরুসহ নাহিদ হাসানকে আটক করে সদর থানা পুলিশ। আটক নাহিদ হাসান বাড়িবাকা গ্রামের আব্বাস আলীর ছেলে। মেহেরপুর সদর থানা ওসি (তদন্ত) মেজবাহ উদ্দিন জানান, রাতে চোরাকারবারিরা অবৈধভাবে ভারতীয় গরু এনে নাহিদ হাসানের বাড়িতে বেচাকেনা করছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে এসআই সাকিল, এসআই হাবিব ও এসআই অনুপ কুমারকে সাথে নিয়ে অভিযান চালিয়ে দু’টি ভারতীয় গরুসহ হাসানকে আটক করি। তার নামে মামলা প্রক্রিয়াধীন।