দামুড়হুদা অফিস: সারা বাংলা ৮৮ চুয়াডাঙ্গা জেলা প্যানেলের পক্ষ থেকে দামুড়হুদার পুড়াপাড়া জামিয়া আসরাফিয়া সামসুল উলুম মাদরাসা ও এতিমখানায় ৫০ হাজার টাকা আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে পুড়াপাড়া রাজা ইটভাটা সংলগ্ন মাদরাসার উন্নয়নে এ আর্থিক অনুদান প্রদান করা হয়। এ উপলক্ষে মাদারাসা প্রাঙ্গনে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। মাদরাসা পরিচালনা পরিষদের সভাপতি দামুড়হুদা প্রেসক্লাবের অর্থ সম্পাদক শমশের আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন সারা বাংলা ৮৮ চুয়াডাঙ্গা জেলা প্যানেল কো-অর্ডিনেটর ডা. সায়ীদ মেহবুব-উল কাদির। প্রধান আলোচক ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আনিসুজ্জামান লালন। এছাড়াও মতামত তুলে ধরে অনুভুতি ব্যক্ত করেন সারা বাংলা ৮৮ চুয়াডাঙ্গা প্যানেলের জয়েন্ট কো-অর্ডিনেটর শামস গোলাম হোসেন আবীর, সাবেক ইউপি চেয়ারম্যান সহকারী অধ্যাপক শরীফুল আলম মিল্টন, শিক্ষক মহসিন আলী, সহকারী অধ্যাপক ইসমাইল হোসেন, আজিম উদ্দীন ও হাবিবুর রহমান বুলেট। উপস্থিত ছিলেন মাদরাসা পরিচালনা পরিষদের সাধারণ সম্পাদক জমিদাতার সন্তান ওয়াহিদ হোসেন জোয়ার্দ্দার শান্ত, সারা বাংলা ৮৮ চুয়াডাঙ্গার বন্ধু জামান গ্রুপের কর্মকর্তা সাজ্জাদ হোসেন শাহীন, প্রত্যাশার নির্বাহী পরিচালক বিল্লাল হোসেন, সাংবাদিক রিফাত রহমান, মোজাম্মেল হক নেন্টু, হামিদুল ইসলাম সেন্টু, এএসএম শাহজাহান ঝন্টু, জাহাঙ্গীর আলম, জীবননগরের ৮৮ বন্ধু ইকতিয়ার উদ্দীন, আজিজুল হক, দামুড়হুদার ৮৮ বন্ধু বখতিয়ার হোসেন বকুল, এসএম আব্দুর রকিব, ইউসুফ আলী খান ইছা মেম্বার, আব্দুল মমিন, জাহিদুল ইসলাম জাহিদ, সাব্বির হাসান, শহিদুল ইসলাম, আতিয়ার রহমান, মিজানুর রহমান মিজান, মনিরুল আলম মুকুল, রাশেদ খানসহ মাদরাসার শিক্ষক/শিক্ষার্থী ও স্থানীয় গন্যমান্য অতিথিবৃন্দ। প্রধান আলোচক এই মহতি উদ্যোগকে সাধুবাদ জানান এবং আগামীতে এ ধরনের মহতি কার্যক্রম অব্যহত থাকবে বলেও আশাবাদ ব্যক্ত করেন। আলোচনা শেষে মাদরাসা পরিচালনা পরিষদের সভাপতির হাতে নগদ ৫০ হাজার টাকা আর্থিক অনুদান তুলে দেন অতিথিবৃন্দ। অনুষ্ঠান পরিচালনা করেন দামুড়হুদা প্রেসক্লাবের সাধারণ সস্পাদক সাংবাদিক বখতিয়ার হোসেন বকুল। সার্বিক সহযোগিতায় ছিলেন মাদরাসার মহাতামিম হাফেজ মাওলানা গোলাম মুর্শিদ।