দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার গুণগতমান ও স্কুলের পরিবেশ উন্নয়নে গুণীজন ও অভিভাবকদের সাথে মতবিনিময় সভা করেছে স্কুল পরিচালনা পর্ষদের নেতৃবৃন্দ। গতকাল বুধবার সকাল ১০টার দিকে দামুড়হুদা মডেল সরকারি প্রাইমারি স্কুলের আয়োজনে স্কুলের শ্রেণি কক্ষে মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়। দামুড়হুদা মডেল সরকারি সরকারি প্রাইমারি স্কুল পরিচালনা পর্ষদের সভাপতি মাকসুদুর রহমান রতনের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন দামুড়হুদা মডেল সরকারি প্রাইমারি স্কুলের সাবেক সভাপতি হাজি সহিদুল ইসলাম, মডেল সরকারি প্রাইমারি স্কুল পরিচালনা পর্ষদের সহসভাপতি মেম্বার জাহিদুল ইসলাম, দামুড়হুদা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি দীন মোহাম্মদ, দামুড়হুদা প্রেসক্লাবের সাবেক সিনিয়র সহসভাপতি শিক্ষক হাফিজুর রহমান কাজল, স্কুল পরিচালনা পর্ষদের সদস্য শিক্ষক ফারুক হোসেন, সদস্য সাইদুর রহমান, আশাবুল হক, আওয়ামী লীগ নেতা সোবহান ম-ল, অভিভাবক মহাসিন আলী, জালাল বিশ্বাস, আতিকুর রহমান, শ্রী মনোরঞ্জন বাবুসহ অর্ধশতাধিক অভিভাবকবৃন্দ। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দামুড়হুদা মডেল সরকারি প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক কুতুব উদ্দীন। মতবিনিময় সভায় স্কুলের শিক্ষার গুণগতমান ও স্কুলের পরিবেশ উন্নয়নে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়।
পূর্ববর্তী পোস্ট
চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত নারীসহ ৫ জন ভর্তি : আক্রান্ত সবাই ঢাকা থেকে আগত
পরবর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ