সরোজগঞ্জ প্রতিনিধি: চুয়াডাঙ্গা জেলার নবাগত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন। তিনি গতকাল বৃহস্পতিবার দুপুর ১টার দিকে সরোজগঞ্জ ক্যাম্প পরিদর্শন করেন। এ সময় সরোজগঞ্জ ক্যাম্প ইনচার্জ ফুলের শুভেচ্ছা দিয়ে বরণ করে নেন। সরোজগঞ্জ পুলিশের একটি দল গার্ড অব অনার প্রদান করেন। সালামি গ্রহণ শেষে পুলিশ সুপার, ক্যাম্পে কর্মরত সকল সদস্যদের সাথে কুশল বিনিময় করেন। পরে ক্যাম্পের অফিস, ব্যারাক ও ক্যাম্পের রান্নার স্থান ঘুরে দেখেন ও বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আনিচুজ্জামান লালন, সাতক্ষিরা জেলার অতিরিক্ত পুলিশ সুপার কনক কুমার দাশ, চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ মাহাব্বুর রহমান কাজল, সরোজগঞ্জ ক্যাম্প ইনচার্জ ইন্সপেক্টর শিকদার মতিয়ার, টুআইসি তাইফুজ্জামান, এস আই হাসানুজ্জামান, এসআই জুলহাস, এসআই আব্দুর রহমান, এএসআই আলমগীর হোসেন, এএসআই আনোয়ার জাহিদ প্রমুখ।