লাবলু রহমান: চুয়াডাঙ্গার বড়শলুয়ায় নিখোঁজ হওয়া সেই স্কুলছাত্রীকে উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার সন্ধ্যার দিকে দর্শনা থানা পুলিশের তড়িৎ পদক্ষেপে নিখোঁজ হওয়া স্কুলছাত্রী মিতা খাতুনকে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছে। থানা পুলিশ সূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গা সদর উপজেলার তিতুদহ ইউনিয়নের বড়শলুয়া ইটভাটা পাড়ার মিনারুল ইসলামের মেয়ে গত ৬ দিন ধরে নিখোঁজ শিরোনামে দৈনিক মাথাভাঙ্গা পত্রিকায় সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসে দর্শনা থানা পুলিশ। তড়িৎ পদক্ষেপ নিয়ে ডিভাইস ব্যবহার করে নিখোঁজ হওয়া স্কুলছাত্রীকে গতকাল চুয়াডাঙ্গার গোপালপুর থেকে তার প্রেমিকের কাছথেকে উদ্ধার করে। গতকালই তাকে আইনানুগ ব্যবস্থার মাধ্যমে তার পরিবারের কাছে তুলে দেয়া হয়েছে। এ বিষয়ে দর্শনা থানার অফিসার ইনচার্জ এএইচএম লুৎফুল কবীর জানান, আমরা নারী বিষয়ক যেকোনো ঘটনা অত্যান্ত গুরুত্বসহকারে নিই। আইনী সেবা জনগণের কাছে পৌঁছে দিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছি ভবিষ্যতেও যাবো। ডিভাইস জটিলতার কারনে নিখোঁজ হওয়া স্কুলছাত্রীকে উদ্ধার করতে দেরি হয়েছে। কারণ মেয়েটির কাছে কোন মোবাইল ছিলো না।