টিপ্পনী
চোর
সরকারি গাছ কাইট্টা খাবেন
খাইট্টা খাওয়ার লোক না
ওই বেটাদের একেকজনের
যাবজ্জীবন হোক না।
কিন্তু ওদের হয় না কিছুই
মাথার ওপর ছাতি আছে
ওদের মাঝে শক্ত মানুষ
প্রভাবশালীর নাতি আছে।
ওই নাতিরাই সবখানে আজ
সকল কাজের পার্টনার,
ওরাই আসল মসলাপাতি
ওরাই রসদ বাটনার।
গাছ চুরি হয় মাছ চুরি হয়
এ নয় চোরের মুলুক,
ওদের থেকে বাঁচতে মানুষ
আজই সেøাগান তুলুক।
সূত্র:(আলমডাঙ্গায় গভীররাতে সরকারি গাছ কাটার সময় আটক-৮)