স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় আদালত ভবনের জানালার গ্লাস ভাঙার অভিযোগে টোটন আলী নামের একজনকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল সোমবার সকালে ইট ছুঁড়ে আদালত ভবনের একটি জানালার গ্লাস ভেঙে ফেলেন তিনি। পরে আদালতের কর্মচারীরা তাকে আটক করে পুলিশে সোপর্দ করে। গ্রেফতারকৃত টোটন আলী(৩২) চুয়াডাঙ্গার সুমিরদিয়া বলাকাপাড়ার মৃত হুমায়ূন শেখের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গতকাল সোমবার সকাল সাড়ে ১০টার দিকে একটা ইট ছুঁড়ে মেরে নারী শিশু আদালত ভবনের জানালার গ্লাস ভেঙে ফেলে টোটন আলী। পরে আদালতের কর্মকর্তা কর্মচারীরা টোটনকে আটক করে পুলিশে খবর দেয়। খবর পেয়ে সদর থানার পুলিশ ঘটনাস্থল থেকে টোটনকে আটক করে থানা হেফাজতে নেয়। এ ঘটনায় গতকাল সন্ধ্যায় চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নাজির শেখ মো. ইলিয়াস বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। আজ মঙ্গলবার ওই মামলায় গ্রেফতার দেখিয়ে টোটন আলীকে আদালতে সোপর্দ করা হতে পারে বলে জানায় পুলিশ।