একটি জাতির স্থায়ী ভবিষ্যৎ তৈরি করতে শিক্ষিত মা প্রয়োজন

আলমডাঙ্গার খাদিমপুরে মহিলা সমাবেশে জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান

খাদিমপুর প্রতিনিধি: আলমডাঙ্গার খাদিমপুরে মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এসডিজি ও ভিশন ২০৪১ মোতাবেক উন্নত রাষ্ট্র ও জাতি গঠনে দেশের অগ্রগতি, অর্জন, সাফল্য ও লক্ষ্য সমূহের সাথে জনসম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে গতকাল সোমবার সকাল সাড়ে ১০টার দিকে খাদিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা তথ্য অফিসার আমিনুল ইসলামের এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান। তিনি সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, একটি পরিবারে মায়ের গুরুত্ব অপরিসীম। একটি জাতির স্থায়ী ভবিষ্যৎ তৈরি করতে শিক্ষিত মা প্রয়োজন। একজন শিক্ষিত মাই পারেন সন্তানকে সঠিকভাবে লালন পালন করতে। বাল্যবিয়ে বন্ধ করতে একজন শিক্ষিত মা বিশেষ ভূমিকা রাখতে পারেন। বর্তমানে আমাদের দেশ অনেক উন্নত হয়েছে। আধুনিক বিশ্বে জীবনযাপন করতে শিক্ষার বিকল্প নেই, সে কারণে সকলকে সুশিক্ষায় শিক্ষিত হতে হবে। তিনি আরও বলেন বাচ্চাদের এখন মোবাইলফোনের ওপর আসক্তি কমাতে মায়েদের প্রতি বিশেষ অনুরোধ জানান। স্কুলের শিক্ষার মানন্নোয়নে বিভিন্ন ধরনের দিক নির্দেশনা ও দেন তিনি। চুয়াডাঙ্গা জেলা তথ্য অফিসের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজনে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. মুস্তাফিজুর রহমান, খাদিমপুর ইউনিয়ন চেয়ারম্যান ও খাদিমপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোজাহিদুর রহমান লোটাস, খাদিমপুর প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মশিউর রহমান ডাবলু। খাদিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রাশেদুল করিম। সাবেক চেয়ারম্যান শাহজালাল বিশ্বাস, চুয়াডাঙ্গা জেলা কৃষক লীগের ভারপ্রাপ্ত সভাপতি তৌহিদুর রহমান চন্দন, খাদিমপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাফিজুর রহমান বাবলু, খাদিমপুর ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মজিবার রহমান, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান বকুল প্রমুখ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মেম্বার ইকরামুল হক, আরাফাত হোসেন, শিমুল হোসেন, আশাবুল হক, আমির উদ্দিন, তরিকুল ইসলাম, রফিকুল ইসলাম, ইসমাইল হোসেন, শাহাবুল ইসলাম, মহিলা মেম্বর সালেহা বেগম, বন্যা খাতুন, শাহানাজ বেগম, ইউপি সচিব চীর কুমার শাহ। খবির উদ্দিন, আব্দুল মজিদ প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন জেলা তথ্য অফিসের ঘোষক ফারুক হোসেন।

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More