সারা বাংলা ৮৮ চুয়াডাঙ্গা প্যানেলের পক্ষ থেকে বৃক্ষ রোপণ ও সম্মাননা স্বারক ক্রেস্ট প্রদান
স্টাফ রিপোর্টার: সারা বাংলা ৮৮ চুয়াডাঙ্গা জেলা প্যানেলের পক্ষ থেকে বৃক্ষরোপণ ও সম্মাননা স্বারক ক্রেস্ট প্রদান করা হয়েছে। গতকাল শনিবার দুপুর আড়াই টার দিকে চুয়াডাঙ্গার ভিমরুল্লা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একটি মেওয়ার চারা রোপন করা হয়। সেই সাথে বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা উম্মে সালমা রানীর হাতে সম্মাননা স্বারক ক্রেস্ট তুলে দেয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন সারা বাংলা ৮৮ চুয়াডাঙ্গা জেলা প্যানেলের জয়েন্ট কো-অর্ডিনেটর সামস্ গোলাম হোসেন আবীর, নির্বাহী সদস্য শিক্ষক মহাসিন আলী, শাহীন পারভেজ, সাংবাদিক বখতিয়ার হোসেন বকুল, ভিমরুল্লা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নুরহাজান সুলতানা, মহিয়াতুন নাহার, রাজেশ কুমার পাল ও বৃষ্টি খাতুন। সারা বাংলা ৮৮দর চুয়াডাঙ্গা প্যানেল কো-অর্ডিনেটর ডা. সায়ীদ মেহবুব উল কাদির সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন, সারা বাংলা ৮৮, চুয়াডাঙ্গার পক্ষ থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নেয়া হয়েছে। এটা তারই অংশ। এ কর্মসূচি পুরো বর্ষা জুড়ে চলমান থাকবে বলেও জানান তিনি।