স্টাফ রিপোর্টার: ঝিনাইদহ সদর উপজেলার বাজারগোপালপুরে পরকীয়া সম্পর্কের জেরে ৩ সন্তানের জননী মুসলিম নারীকে নিয়ে লাপাত্তা হয়েছেন হিন্দুপাড়ার বিপুল দত্ত নামের স্বর্ণব্যবসায়ী। ঘটনাটি ঘটেছে বেশ কয়েকদিন আগে কিন্তু মুসলিম নারীকে হিন্দু সম্প্রদায়ের ২ সন্তানের জনকের লাপাত্তা হবার ঘটনায় এলাকায় বেশ আলোচনা সমালোচনা শুরু হয়েছে। পরিবার ও প্রতিবেশী সূত্রে জানাগেছে, ঝিনাইদহ সদর উপজেলার মধুহাটি ইউনিয়নের বাজারগোপালপুর পাড়ার সাহাজান আলির মেয়ে ৩ সন্তানের জননী কুলসুম খাতুনের সাথে পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়েন হিন্দুপাড়ার চিত্তরঞ্জন দত্তের ছেলে বিপুল দত্ত। সে বাজারগোপালপুর বাজারের জুয়েলার্সের মালিক। ব্যক্তিগত কাজে গত রোববার সে ঢাকা যাবার কথা বলে বাড়ি থেকে বের হয়।পরে তার পরিবারের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন। মোবাইল ফোন বন্ধ বলে তার স্ত্রী জানান। এদিকে ওইদিন থেকেই সারুটিয়া গ্রামের সাহাজান আলির মেয়ে কুলসুম খাতুন বাড়ি থেকে বের হলে তার মোবাইল বন্ধ পাওয়া যায় বলে তার ভাই স্বীকার করেন। তার ৩ টি মেয়ে সন্তান রয়েছে। তিনি মধুহাটি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ফারুক হোসেন জুয়েলের প্রথম স্ত্রী। প্রতিবেশীরা জানান,বিপুল দত্তের স্ত্রী মানসিক সমস্যায় ভূগছেন। জুয়েল চেয়ারম্যানের সাথে বিপুল দত্তের বন্ধুত্বের সম্পর্ক ছিল। সম্ভাবত ওই সূত্রধরে তার স্ত্রীর সাথে পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়ে। এদিকে একজন মুসলিম নারীর সাথে হিন্দু সম্প্রদায়ের ছেলের সাথে পরকীয়া ও তাদের অজানার উদ্দেশ্য পাড়ি দেয়ার বিষয়টি জানাজানি হলে এলাকায় চায়ের দোকানে নানামুখী আলোচনা সমালোচনা চলছে।
পূর্ববর্তী পোস্ট
পরবর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ