স্টাফ রিপোর্টার: আউশ মরসুমে সুষ্ঠু ব্যবস্থাপনায় ধান কর্তন ও সেবা মূল্য নির্ধারণ বিষয়ক চুয়াডাঙ্গা জেলা কম্বাইন হার্ভেস্টার মালিক সমিতির মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকেল ৪টায় চুয়াডাঙ্গা কৃষি সম্প্রসারণ অধিদফতরের কনফারেন্স রুমে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা জেলা কম্বাইন হার্ভেস্টার মালিক সমিতির সভাপতি কনিকা সিড কোম্পানি (প্রা.) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক নূর আলম লিটন। প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক কৃষিবিদ বিভাস চন্দ্র সাহা। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, চুয়াডাঙ্গা জেলায় কম্বাইন হার্ভেস্টার মালিক সমিতি গঠন করার সিদ্ধান্তকে আমি সাধুবাদ জানাচ্ছি। কৃষি যান্ত্রিকরণ সম্প্রসারণে এ সংগঠনটি অগ্রনী ভুমিকা রাখবে বলে আশা করছি। শুভেচ্ছা বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা জেলা কম্বাইন হার্ভেস্টার মালিক সমিতির সাধারণ সম্পাদক আবুল বাসার বিপ্লব। বক্তব্য রাখেন সমিতির সম্মানিত সহ-সভাপতি গড়াইটুপি ইউপি চেয়ারম্যান শফিকুর রহমান রাজু, সহ-সভাপতি খাদিমপুর ইউপি চেয়ারম্যান মোজাহিদুজ্জামান লোটাস এবং নির্বাহী সদস্য খাসকররা ইউপির সাবেক চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান রুনু। সভায় বর্তমান পরিস্থিতিতে তেলের মূল্য বৃদ্ধিসহ কম্বাইন হার্ভেস্টারের মালিকগণ ও সাধারণ কৃষকদের সার্বিক বিষয় সমূহ বিবেচনায় রেখে অত্র সমিতি কর্তৃক চলতি আউশ মৌসুমে কম্বাইন হার্ভেস্টার দ্বারা একবিঘা (৩৩ শতাংশ) জমির ধান কর্তনে সর্বনিম্ন ২ হাজার পাঁচশত টাকা কর্তনমূল্য নির্ধারণ করা হয়। এছাড়া জেলার বাইরে হতে আগত কম্বাইন হার্ভেস্টার মালিকদের চুয়াডাঙ্গা জেলা কম্বাইন হার্ভেস্টার মালিক সমিতি কর্তৃক উল্লেখিত মূল্যে ধান কর্তনসহ অত্র সমিতির আওতায় মেশিন পরিচালনা করার জন্য বিশেষ ভাবে অনুরোধ করা হয়।
পূর্ববর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ