শোক দিবস উপলক্ষে সরোজগঞ্জ ও বদরগঞ্জে বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
সরোজগঞ্জ প্রতিনিধি: শোক দিবস উপলক্ষে সরোজগঞ্জ ছাদেমান নেছা মাধ্যমিক বিদ্যালয়, সরোজগঞ্জ তেতুল শেখ কলেজ ও বদরগঞ্জ আলিয়ারপুর আজিজ মাধ্যমিক বিদ্যালয়ে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতা শেষে ওইসব প্রতিষ্ঠানে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।
গতকাল মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে সরোগঞ্জ ছাদেমান নেছা মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক আবু সালেহ। প্রধান অতিথি ছিলেন ছাদেমান নেছা মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও তেতুল শেখ কলেজের প্রতিষ্ঠাতা ও পরিচালনা কমিটির সভাপতি হাজি আব্দুল্লা শেখ। বিশেষ অতিথি ছিলেন পদ্মবিলা ইউপির সাবেক চেয়ারম্যান ও ছাদেমান নেছা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সাবেক সভাপতি আবু তাহের বিশ্বাস, পরিচালনা কমিটির সদস্য সেলিম রেজা, সহকারী প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ, শিক্ষক কামরুজ্জামান, মোমতাজুল ইসলাম, ছকিনা খাতুন, সাইদুন্নাহার, আকতারুন নেছা, হাবিবা খাতুন, ফারহানা খাতুন, সাইফুল ইসলাম, জাহানারা পারভীন, মোহাম্মদ আলী, মাহিদুল ইসলাম, আতিয়ার রহমান প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন সাইফুল আওয়াল।
এদিকে, জাতীয় শোক দিবস উপলক্ষে সরোজগঞ্জ তেতুল শেখ কলেজের উদ্যোগে চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন তেতুল শেখ কলেজের অধ্যক্ষ মারফুল হক। অতিথি ছিলেন কলেজ বাস্তবায়ন কমিটির সদস্য ডা. মশিউর রহমান, সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ গোলাম কিবরিয়া, প্রভাষক সাহারিয়ার ইসলাম, খাইরুল ইসলাম, আবুজার হোসেন, জাহিদুল ইসলাম, ফারুখ আহম্মেদ, আবু শামা, তাছলিমা পারভীন, আরিফ হোসেন, সুরুজ আলম, হারুনুর রশিদ, রাকিবুল হাসান, মোস্তফা শওকত ইমরান, ফারহানা পারভীন, মনিরা পারভীন, সাইফুল ইসলাম, রেজাউল করিম, জহুর রায়হান, সাইদুর রহমান, আশরাফুল ইসলাম, তরিকুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন প্রভাষক রমিজ রেজা।
অপরদিকে, চুয়াডাঙ্গা সদর উপজেলার বদরগঞ্জ আলিয়ারপুর আজিজ মাধ্যমিক বিদ্যালয়ের রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুর ২টার দিকে স্কুল প্রাঙ্গণ এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও চুয়াডাঙ্গা জেলা ইটভাটা মালিক সমিতির সাধারণ সম্পাদক হাজি আব্দুল মোতালেব। প্রধান অতিথি ছিলেন কুতুবপুর ইউপি চেয়ারম্যান আলি আহম্মদ হাসানুজ্জামান মানিক। অতিথি ছিলেন পরিচালনা কমিটির সদস্য আব্দুল হালিম, আছাদুর রহমান এএমএম আশিফ, আনোয়ার হোসেন, নজরুল ইসলাম সরকার, শফিকুল ইসলাম, আশাদুর রহমান, রমজান আলী, শায়লা শারমিন, কুতুবপুর ইউনিয়ন আ.লীগের সহ-সভাপতি মোমিনুল ইসলাম, ৯নং ওয়ার্ড আ.লীগের সভাপতি মগবুল হোসেন, ৮নং ওয়ার্ড সভাপতি আবু বাক্কা, আফাংগির হোসেন, আব্দুল বারি, প্রধানশিক্ষক আলা উদ্দিন, সহকারী প্রধান শিক্ষক জাকিরুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন ক্রিড়া শিক্ষক ছানোয়ার হোসেন, শফি উল্লাহ, সুমির কুমার সাহা ও শিক্ষক জিল্লুর রহমান।