বাংলাদেশ দোকান মালিক সমিতি চুয়াডাঙ্গা জেলা শাখার মাসিক সভায় বক্তারা
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ দোকান মালিক সমিতি চুয়াডাঙ্গা জেলা শাখার মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার রাত ৯টার দিকে শহরের ফেরিঘাট রোডের মুক্তিযোদ্ধা মার্কেটে সমিতির কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। শুরুতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যদের ৪৭তম শাহাদত বার্ষিকী এবং জাতীয় শোক দিবস উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন পুরাতন বড়বাজার বায়তুন নূর মসজিদের পেশ ইমাম মওলানা জসিম উদ্দিন। মাসিক সভায় জেলা দোকান মালিক সমিতির সভাপতি আব্দুল কাদের যগলুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইবরুল হাসান জোয়ার্দ্দার ইবুর পরিচালনায় উপস্থিত ছিলেন সমিতির সহ-সভাপতি শাহাবুদ্দিন মল্লিক, মহিদুল ইসলাম ভাষা, সামছুজ্জামান খোকন, সহ-সম্পাদক মশিউর রহমান আবু, কোষাধ্যক্ষ তহিবুর রহমান জোয়ার্দ্দার বাবু, প্রচার সম্পাদক মাফিজুর রহমান মাফি, সদস্য ইলিয়াস হোসেন, নাজিম উদ্দিন প্রমুখ। সভায় বক্তারা বলেন, পৌরসভাধীন দোকানের ট্রেড লাইসেন্স নবায়ন ফি অতিরিক্ত ধার্য্য করা ও আদায়ের বিষয়ে ১৫দিন আগে পৌর মেয়রের সাথে ব্যবসায়ীক ঐক্য পরিষদের নেতৃবৃন্দের সন্তোষজনক আলোচনা হয়। কিন্তু আলোচনার পরও সেই মোতাবেক ট্রেড লাইসেন্স নবায়ন হচ্ছে না। গত বছরের তুলনায় প্রায় তিনগুণ টাকা বেশি আদায় করা হচ্ছে। সাইনবোর্ডের ওপর ট্যাক্স নিলেও তা ট্রেড লাইসেন্সে উল্লেখ করা হচ্ছে না। এছাড়া ট্রেড লাইসেন্সের দায়িত্বে থাকা পৌরসভার স্টাফ রিংকু ব্যবসায়ীদের সাথে খারাপ আচরণ করছেন। সাধারণ ব্যবসায়ীরা এখনও করোনা সঙ্কট কাটিয়ে উঠতে পারেনি। এর মধ্যে ট্রেড লাইসেন্সে অতিরিক্ত টাকা আদায়ের মাধ্যমে সাধারণ ব্যবসায়ীদের ওপর জুলুম করা হচ্ছে। ভ্যাট আদায়ের বিভিন্ন গড়মিল নিয়ে আবারও পৌর মেয়রের সাথে বসে সন্তোষজনক সমাধানের তাগিদ দেন ব্যবসায়ীরা।