মেহেরপুর অফিস: কম দামে গরুর মাংস বিক্রির লোভনীয় অফার দিয়েও শেষ পর্যন্ত পার পেলেন না মাংস বিক্রেতা শুকুর আলী। পঁচা ও গন্ধযুক্ত মাংস বিক্রির অপরাধে ওই কসাই শুকুর আলীকে আটক করে কারাগারে পাঠানো হয়েছে। গতকাল শনিবার দুপুরের দিকে মেহেরপুর শহরের বড় বাজারে পঁচা মাংস বিক্রি করায় তাকে আটক করা হয়। এ ঘটনায় নিরাপদ খাদ্য আইন ২০১৩ এর ২৬ ও ৩৪ ধারায় বিশুদ্ধ খাদ্য আদালতে মামলা দায়ের করা হয়েছে। শুকুর আলী মেহেরপুর শহরের চক্করপাড়ার মকবুল হোসেনের ছেলে। জানা গেছে, দুপুরের দিকে ৪শ’ টাকা কেজি দরে মাংস বিক্রি করার জন্য মাইকযোগে লোভনীয় প্রচার করা হয়। একাধিক ক্রেতা সেখানে মাংস ক্রয় করতে গিয়ে দেখেন পঁচা মাংস বিক্রি করা হচ্ছে। খবর পেয়ে সেখানে অভিযান চালানো হয়। মেহেরপুরের বিশুদ্ধ খাদ্য আদালতের বিচারক এস,এম, শরিয়তউল্লাহ’র নেতৃত্বে অভিযানে সেখান থেকে বেশ কিছু পঁচা মাংস উদ্ধার করা হয়। এ সময় শুকুর আলীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয় এবং তাকে আটক করে কারাগারে পাঠানো হয়।
পূর্ববর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ