বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে শেখ হাসিনার হাত শক্তিশালী করতে হবে
শোকাবহ আগস্ট উপলক্ষে চুয়াডাঙ্গার মোমিনপুরে আ.লীগের কর্মীসভায় আসাদুল বিশ্বাস
স্টাফ রিপোর্টার: শোকাবহ-রক্তাক্ত আগস্ট উপলক্ষে চুয়াডাঙ্গায় আওয়ামী লীগের কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে সদর উপজেলার মোমিনপুর ইউনিয়নে এ কর্মীসভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সদর উপজেলা চেয়ারম্যান আসাদুল হক বিশ্বাস। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আগস্ট মানেই বাঙালি জাতিকে স্মরণ করিয়ে দেয় শোকের ছায়া, আর শোক মানেই কাউকে হারানোর বেদনা। বাঙালির ইতিহাসে কলঙ্কিত এক অধ্যায় রচিত হয়েছে এ আগস্ট মাসে। যে মানুষটার জন্য আজ আমরা একটা স্বাধীন দেশ পেয়েছি, স্বাধীনতা অর্জনের পর একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ শুরু করেছিলেন সেই মানুষ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। দেশের মানুষের জন্যই তিনি নির্দ্বিধায় কারাবরণ করেছেন বহুবার। জীবনের বেশিরভাগ সময়ই ছিলেন জেলখানায় বন্দি। সোনার বাংলা গড়ার লক্ষে কাজ করা সেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকেই হত্যা করা হয়। পঁচাত্তরের ১৫ আগস্ট তাকে স্বপরিবারে হত্যা করে ষড়যন্ত্রকারীরা। আসাদুল হক বিশ্বাস বলেন, বঙ্গবন্ধুর অবর্তমানে স্বপ্নের সোনার বাংলা গড়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন তারই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কিন্তু এই আগস্টেই বার বার স্বাধীনতাবিরোধী শত্রুরা ষড়যন্ত্রে লিপ্ত হয়। তারা একাধিকবার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও হত্যার ষড়যন্ত্র করেছে। ২১ আগস্টেও গ্রেনেড হামলা চালিয়ে বঙ্গবন্ধু কণ্যাকে হত্যার চেষ্টা করেছিলো। কিন্তু তারা সফল হয়নি আর হবেও না। তাদের সকল ষড়যন্ত্র মোকাবিলায় আমাদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। তিনি আরও বলেন, আমাদের শোককে শক্তিতে পরিণত করে বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মাণে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করবো। আমাদের মনে রাখতে হবে, তৃণমূল পর্যায়ে দল শক্তিশালী হলেই শেখ হাসিনার হাত শক্তিশালী হবে। চুয়াডাঙ্গা জেলা কৃষকলীগের সাবেক সভাপতি মোমিনপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান গোলাম ফারুক জোয়ার্দ্দারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাবেক যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক অ্যাড. শফিকুল ইসলাম শফি, জেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম আহ্বায়ক মতিয়ার রহমান মতি, জেলা কৃষকলীগের সহ-সভাপতি সলিল মল্লিক, আক্তারুজ্জামান, আইন বিষয়ক সম্পাদক আব্দুল খালেক, আলমডাঙ্গা উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক বজলুর রহমান বজলু পমুখ। কর্মীসভায় আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ ও ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।