মেহেরপুর অফিস: মেহেরপুরে সুন্দরবন কুরিয়ার সার্ভিসে দুর্ধর্ষ চুরির ঘটনায় আসামি সোহাগ হোসেনের স্বীকারোক্তি অনুযায়ী ৪ লাখ ৫১ হাজার টাকা উদ্ধার করেছে মেহেরপুর সদর থানা পুলিশ। মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেজবাউর রহমানের নেতৃত্বে এসআই সুপ্রভাত ও এসআই অরূপ বসুসহ সঙ্গীয় ফোর্স নিয়ে আসামি সোহাগ হোসেনের স্বীকারোক্তি অনুযায়ী মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর ইউনিয়নের নূরপুর গ্রামের হাশেম আলীর ছেলে শফিকুল ইসলামের বাড়িতে অভিযান চালিয়ে ওই টাকা উদ্ধার করা হয়। শফিকুল ইসলাম আসামী সোহাগ হোসেনের পূর্ব পরিচিত। গত ৫ মে মেহেরপুর শহরের কোর্ট এলাকায় অবস্থিত সুন্দরবন কুরিয়ার সার্ভিসে দুর্ধর্ষ চুরি সংগঠিত হয়। এরপর থেকেই এই চুরির প্রধান আসামি সোহাগ হোসেন পলাতক ছিলেন। গত ২৫ জুলাই সোহাগ আদালতে আত্মসমর্পণ করে ও তাকে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন আদালত। চলতি মাসের ৮ তারিখে সদর থানা পুলিশের আবেদনের প্রেক্ষিতে তিন দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। মামলার তদন্ত কর্মকর্তা এসআই সুপ্রভাত আরো জানান, ৩ দিনের রিমান্ডের পর সোহাগ হোসেনের স্বীকারোক্তি অনুযায়ী মেহেরপুর সদর থানা পুলিশের ওই অভিযানে ৪ লাখ ৫১ হাজার টাকা উদ্ধার করা হয়। তিনি আরো জানান, আসামি সোহাগ হোসেনকে পুনরায় আদালতে সোপর্দ করা হয়েছে।
পূর্ববর্তী পোস্ট
ফেসবুক লাইভে প্রধানমন্ত্রীকে গালাগালি দেয়ায় গাংনীর আবু তালেব আটক
পরবর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ