স্টাফ রিপোর্টার: দেশে জ্বালানি তেল, সার, নিত্যপ্রয়োজনীয় জিনিসের মূল্য বৃদ্ধি ও ঘন ঘন বিদ্যুতের লোডশেডিংয়ের প্রতিবাদে চুয়াডাঙ্গায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বেলা সাড়ে ৪টার দিকে বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি চুয়াডাঙ্গা জেলার সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বিশ্বাসের নেতৃত্বে একটি মিছিল বের হয়ে শহর প্রদক্ষিণ করে শহীদ হাসান চত্বরে এসে শেষ হয়। সেখানে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন কমরেড মামুন অর রশিদ, কমরেড জামাত আলী, নজরুল ইসলাম, আলমগীর হোসেন প্রমুখ। এ সময় বক্তারা বলেন, ওয়ার্কার্স পার্টি মনে করেন সরকার রাতারাতি তেল, সারের দাম বাড়িয়ে এদেশের প্রান্তিক কৃষকদের ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যাচ্ছে। অনতিবিলম্বে সরকার যদি তেল, সারের মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাতার না করে তাহলে এদেশের কৃষক শ্রমিক মেহনতী মানুষের অধিকার প্রতিষ্ঠা করার লক্ষ্যে বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি জনগণের সাথে বৃহত্তর আন্দোলন গড়ে তুলবে।