মহেশপুর প্রতিনিধি: মহেশপুরে তুচ্ছ ঘটনায় আদিবাসি পরিবারের উপর হামলা চালিয়ে একই পরিবারের ৫ জনকে আহত করেছে ওই গ্রামের আরিফ হোসেন ও তার ভাই ছাব্দার রহমান। মারধরের শিকার ওই পাঁচজন মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার ফতেপুর ইউনিয়নের কৃষ্ণচন্দ্রপুর গ্রামে এ ঘটনা ঘটে। অভিযোগ সূত্রে জানা যায়, কৃষ্ণচন্দ্রপুর গ্রামের আদিবাসি পরিবারের সদস্য মানিক মন্ডল, তার পিতা মংলা মন্ডল, মা আরতি রানী, ছোট ভাই বিধান, চাচাতো ভাই তাপসকে একই গ্রামের বেলে মন্ডলের পুত্র আরিফ ও ছাব্দার তাদের উপর হামলা চালিয়ে গুরুতর জখম করে। আহত মহিলাগণ বাঁচার জন্য নিজেদের বাড়িতে আশ্রয় নিলে তারা বাড়িঘরে হামলা চালিয়ে ভাংচুর করে। আহতরা জানায়, আরিফ ও ছাব্দার তাদেরকে বেধড়ক মারপিট করে গুরুতরভাবে জখম করেছে। প্রতিপক্ষরা দীর্ঘদিন ধরে তাদের সাথে বিভিন্ন ধরণের ফ্যাসাদ সৃষ্টি করে আসছে। আদিবাসি পরিবারটি এঘটনার দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী করেছেন। এ বিষয়ে মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সেলিম মিয়া জানান, অভিযোগ পাওয়া গেছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। উক্ত ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।