আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গার হারদী গ্রামে শ্বাসনালীতে কাঁঠাল আটকে আনেছা নামের ৭ বছরের এক কন্যাশিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। জানাগেছে, আলমডাঙ্গা উপজেলার হারদী গ্রামের থানাপাড়ার আহাদ আলীর ৭ বছরের শিশুকন্যা আনেছা খাতুন গত ২৪ জুলাই কাঠাল খাওয়ার সময় বিপত্তি ঘটে। তার শ্বাসনালীতে কাঁঠালের কোয়া বেঁধে শ্বাস বন্ধ হয়ে যায়। ওই অবস্থায় পরিবারের স্বজনরা হারদী স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পূর্বে শিশুকন্যার মৃত্যু ঘটে বলে জানা যায়। প্রত্যক্ষদর্শীরা জানান, হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। ওই দিন বাদ মাগরিব জানাযা শেষে হারদী গ্রামের শেখপাড়ার খান কবরস্থানে লাশ দাফন করা হয়েছে।