গাংনীতে গেটের ছাদ ভেঙে স্কুলছাত্রীর মৃত্যু
গাংনী প্রতিনিধি: মেহেরপুরের গাংনীতে গেটের ছাদ ভেঙে সুমাইয়া খাতুন (৭) নামের এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। গতকাল রোববার বিকেলে এ ঘটনা ঘটে। শিশু সুমাইয়া খাতুন উপজেলার করমদি গ্রামের পশ্চিমপাড়ার ইসলাম হোসেনের মেয়ে ও করমদি সরকারির প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী।
গ্রামবাসী জানায়, সুমাইয়া খাতুন তার বাড়ির পাশে নানার বাড়িতে বেড়াতে আসে। নানানার বাড়ির গেটের ওপর উঠে ফুল গাছের চারা লাগাচ্ছিলো। এ সময় গেটের ছাদ ভেঙে সুমাইয়া খাতুন চাপা পড়ে। তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক সুমাইয়া আফরোজ বলেন, হাসপাতালে নেয়ার পূর্বেই মাথায় আঘাতজনিত কারণে সুমাইয়া খাতুনের মৃত্যু হয়েছে।